Ajker Patrika

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলার বিচার শুরু

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ০০
শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলার বিচার শুরু

২০১৯ সালে ইস্টার সানডেতে বোমা হামলা মামলার বিচার শুরু করেছে শ্রীলঙ্কার একটি আদালত। গত সোমবার এই বিচারকাজ শুরু হয়। গতকাল মঙ্গলবার হামলার সঙ্গে যুক্ত ২৫ জনের বিচার শুরু করেছেন আদালত। তাঁদের বিরুদ্ধে ২৩ হাজার অভিযোগ দায়ের করেছে পুলিশ। এই মামলায় একটি জটিল ও দীর্ঘমেয়াদি আইনি লড়াই হবে বলে আভাস দিয়েছেন আইনজীবীরা। 

গতকাল মঙ্গলবার ২৫ জনকে কড়া নিরাপত্তায় কলম্বো হাইকোর্টে আনা হয়। এদের মধ্যে ছিলেন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ নাউফের। এর আগে গত সোমবার সাবেক পুলিশপ্রধান পুজিত জয়াসুন্দরার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে অন্তত ৪৫ জন বিদেশিসহ ২৬৭ জন নিহত হন। মারা যায় অন্তত ৪০ শিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত