Ajker Patrika

৫ বছরে ফিলিপাইনের ক্যাসিনোতে ৬০০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫: ২৪
Thumbnail image

ফিলিপাইনের ক্যাসিনো খাতে আগামী পাঁচ বছরে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে আশা করছে দেশটি। গেমিং নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলছেন, ক্রমবর্ধমান প্রতিযোগিতার বাজারে এ বিনিয়োগ এশিয়ার শীর্ষ জুয়া গন্তব্যের মধ্যে ফিলিপাইনের অবস্থান আরও জোরদার হবে। 

দেশটিতে এক বছর পর পর অন্তত একটি নতুন ক্যাসিনো রিসোর্ট খোলা হবে বলে জানিয়েছেন ফিলিপাইন অ্যামিউজমেন্ট অ্যান্ড গেমিং কর্প চেয়ারম্যান আলেহান্দ্রো টেংকো। আজ মঙ্গলবার তিনি বলেন, রাজধানীর ম্যানিলার বাইরে সাবেক মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত এলাকা ক্লার্ক ও দেশের মধ্যাঞ্চলীয় এলাকা কেবুতে এসব ক্যাসিনো রিসোর্ট নির্মাণ করা হবে। 

বার্তা সংস্থা রয়টার্সকে টেংকো বলেন, ‘নতুন ক্যাসিনো খোলার এবং ইলেকট্রনিক গেমিং সেগমেন্টের সম্প্রসারণের কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।’ ২০২৭ সাল নাগাদ ফিলিপাইন মোট গেমিং রাজস্বে (জিজিআর) ৮০০ থেকে ৯০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি, যা প্রত্যাশার চেয়ে এক বছর আগেই। 

সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে ফিলিপাইন মোট জিজিআরে রেকর্ড ৫১০ কোটি ডলার আয় করে। করোনা মহামারির কারণে চীনে কড়াকড়ি আরোপের পর জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর এবং ফিলিপাইনের জুয়া খেলোয়াড়েরা চীনাদের জায়গা দখল করে নেয়। 

টেংকো বলেন, এ কারণে ব্লুমবেরি রিসোর্টস, জাপানের ইউনিভার্সাল এন্টারটেইনমেন্ট, ফিলিপাইনের এসএম ইনভেস্টমেন্ট ও অ্যালায়েন্স গ্লোবাল গ্রুপের মতো ক্যাসিনো পরিচালকেরা গত বছর ভালো আয় করতে পেরেছে। 

ফিলিপাইনের ফ্রিহুইলিং গেমিং শিল্পটি জাপান ও থাইল্যান্ডের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। জাপানে এই প্রথম কোনো ক্যাসিনোকে অনুমোদন দেওয়া হয়েছে এবং থাইল্যান্ডে ক্যাসিনোকে আবারও বৈধতা দেওয়া নিয়ে বিবেচনা করা হচ্ছে। 

টেংকো বলেন, ‘আমাদের এই খাত শক্তিশালী ও দৃঢ় করার জন্য প্রায় পাঁচ থেকে ছয় বছর সময় আছে, যেন যখন তারা ক্যাসিনো খুলবে, আমরা তত দিনে পরিপক্ব হয়ে উঠি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত