আজকের পত্রিকা ডেস্ক
আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয় একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৬৭৯টি পাঠ্যপুস্তক নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গে সঙ্গে এই বইগুলো পড়ানো, ব্যবহার বা উল্লেখ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জিয়াউর রহমান আরয়ুবি স্বাক্ষরিত এই নির্দেশ আগস্ট মাসের শেষে আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। নথি অনুযায়ী, নিষিদ্ধ বইগুলো ‘নৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও বৈজ্ঞানিক দিক থেকে পর্যালোচনা’ করা হয়েছে। তারপরই নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, বইগুলোর বিষয়বস্তু ‘ইসলামি শরিয়াহর সঙ্গে বিরোধপূর্ণ’, তাই এগুলো নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ তালিকাটি ৫০ পাতার। এই তালিকা বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানোর পাশাপাশি বিকল্প পাঠ্যসূচি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পাঠ্যসূচি যেন ‘ইসলামের সঙ্গে বিরোধপূর্ণ না হয়।’
বই নিষিদ্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ১৮টি কোর্সও বাতিল করা হয়েছে। তালেবান আলেম তালেবান, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ইসলামি আইনবিষয়ক পণ্ডিতেরা পর্যালোচনা করে যেসব বাতিল করেছেন সেগুলোর মধ্যে রয়েছে—আফগান সাংবিধানিক আইন, ইসলামি রাজনৈতিক আন্দোলন, সুশাসন, নির্বাচন ব্যবস্থা, আফগান রাজনৈতিক ব্যবস্থা, লিঙ্গ ও উন্নয়ন, মানবাধিকার, গণতন্ত্র, বৈশ্বিকীকরণ ও উন্নয়ন, ধর্মের ইতিহাস, যৌন হয়রানি, নারী এবং গণযোগাযোগে নারীর ভূমিকা, দর্শন এবং নারী অধ্যয়নের মডিউল।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ২০১টি কোর্স ‘সমস্যাযুক্ত’ হিসেবে চিহ্নিত হয়েছে এবং বর্তমানে এগুলো ‘পর্যালোচনাধীন।’ এদিকে, কাবুলের একটি সূত্র ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, এতগুলো বই ও রেফারেন্স নিষিদ্ধ করলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত ‘স্থবির হয়ে যাবে।’ কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে এখন নতুন বিকল্প খুঁজতে ও সংগ্রহ করতে হবে, যা সম্পদের বড় ব্যয় দাবি করবে।
কাবুলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এই ৬৭৯টি বইয়ের কোনো বিকল্প নেই। এগুলো অনেক ক্ষেত্রে মূল পাঠ্যপুস্তক। তালেবান সরকার যদি নিজে নতুন বই না লিখে, তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন এক বড় চ্যালেঞ্জের মুখে।’
কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বইগুলোর মধ্যে জান আর্ট শোল্টের লেখা ‘Globalization: A Critical Introduction’, শামসালসাদাত জাহেদির ‘International Sustainable Development’, আবদুল রহমান সালিমের ‘Comparative Human Rights’, জাকিয়া আদেলির ‘Political Terminology and International Relations’ এবং নাসরুল্লাহ স্তানিকজাইয়ের ‘Principles of Law’ সহ পশ্চিমা ও মুসলিম পণ্ডিতদের আরও ডজনখানেক বই নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষাবিদ্যা বিভাগের বইগুলোর মধ্যে ব্রুস জে. কোহেনের লেখা ‘Introduction to Sociology’, লুইস এ. কোসারের ‘Masters of Sociological Thought’, আবদুল কায়ুম সাজ্জাদি ‘Political Sociology of Afghanistan’ এবং আবদুল রহমান আলমের লেখা ‘History of Western Philosophy’ বই উল্লেখযোগ্য।
আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয় একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৬৭৯টি পাঠ্যপুস্তক নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গে সঙ্গে এই বইগুলো পড়ানো, ব্যবহার বা উল্লেখ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জিয়াউর রহমান আরয়ুবি স্বাক্ষরিত এই নির্দেশ আগস্ট মাসের শেষে আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। নথি অনুযায়ী, নিষিদ্ধ বইগুলো ‘নৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও বৈজ্ঞানিক দিক থেকে পর্যালোচনা’ করা হয়েছে। তারপরই নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, বইগুলোর বিষয়বস্তু ‘ইসলামি শরিয়াহর সঙ্গে বিরোধপূর্ণ’, তাই এগুলো নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ তালিকাটি ৫০ পাতার। এই তালিকা বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানোর পাশাপাশি বিকল্প পাঠ্যসূচি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পাঠ্যসূচি যেন ‘ইসলামের সঙ্গে বিরোধপূর্ণ না হয়।’
বই নিষিদ্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ১৮টি কোর্সও বাতিল করা হয়েছে। তালেবান আলেম তালেবান, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ইসলামি আইনবিষয়ক পণ্ডিতেরা পর্যালোচনা করে যেসব বাতিল করেছেন সেগুলোর মধ্যে রয়েছে—আফগান সাংবিধানিক আইন, ইসলামি রাজনৈতিক আন্দোলন, সুশাসন, নির্বাচন ব্যবস্থা, আফগান রাজনৈতিক ব্যবস্থা, লিঙ্গ ও উন্নয়ন, মানবাধিকার, গণতন্ত্র, বৈশ্বিকীকরণ ও উন্নয়ন, ধর্মের ইতিহাস, যৌন হয়রানি, নারী এবং গণযোগাযোগে নারীর ভূমিকা, দর্শন এবং নারী অধ্যয়নের মডিউল।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ২০১টি কোর্স ‘সমস্যাযুক্ত’ হিসেবে চিহ্নিত হয়েছে এবং বর্তমানে এগুলো ‘পর্যালোচনাধীন।’ এদিকে, কাবুলের একটি সূত্র ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, এতগুলো বই ও রেফারেন্স নিষিদ্ধ করলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত ‘স্থবির হয়ে যাবে।’ কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে এখন নতুন বিকল্প খুঁজতে ও সংগ্রহ করতে হবে, যা সম্পদের বড় ব্যয় দাবি করবে।
কাবুলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এই ৬৭৯টি বইয়ের কোনো বিকল্প নেই। এগুলো অনেক ক্ষেত্রে মূল পাঠ্যপুস্তক। তালেবান সরকার যদি নিজে নতুন বই না লিখে, তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন এক বড় চ্যালেঞ্জের মুখে।’
কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বইগুলোর মধ্যে জান আর্ট শোল্টের লেখা ‘Globalization: A Critical Introduction’, শামসালসাদাত জাহেদির ‘International Sustainable Development’, আবদুল রহমান সালিমের ‘Comparative Human Rights’, জাকিয়া আদেলির ‘Political Terminology and International Relations’ এবং নাসরুল্লাহ স্তানিকজাইয়ের ‘Principles of Law’ সহ পশ্চিমা ও মুসলিম পণ্ডিতদের আরও ডজনখানেক বই নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষাবিদ্যা বিভাগের বইগুলোর মধ্যে ব্রুস জে. কোহেনের লেখা ‘Introduction to Sociology’, লুইস এ. কোসারের ‘Masters of Sociological Thought’, আবদুল কায়ুম সাজ্জাদি ‘Political Sociology of Afghanistan’ এবং আবদুল রহমান আলমের লেখা ‘History of Western Philosophy’ বই উল্লেখযোগ্য।
গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
২ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হামাস রেডক্রসের হাতে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ফলে মোট মৃত জিম্মির সংখ্যা দাঁড়াল ৮-এ। এদিকে গাজায় ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে তুরস্ক ৯০০ টন মানবিক সাহায্যের একটি জাহাজ পাঠিয়েছে।
৪ ঘণ্টা আগে