Ajker Patrika

আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে জনপ্রিয় কৌতুক অভিনেতাকে হত্যার অভিযোগ 

আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে জনপ্রিয় কৌতুক অভিনেতাকে হত্যার অভিযোগ 

আফগানিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা খাসা জাওয়ান তালেবানদের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর আসল নাম নাজার মোহাম্মদ। গত ২২ জুলাই এই কৌতুক অভিনেতা অপহরণ হন। নাজারের পরিবারের অভিযোগ, তাঁকে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সদস্যরা হত্যা করেছে।

গত ২২ জুলাই আফগানিস্তানের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা কান্দাহারের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তারপর গত ২৩ জুলাই তার মরদেহ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

ওই কৌতুক অভিনেতাকে হত্যার আগে জঙ্গিরা তাকে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তালেবানদের নিয়ে কৌতুক করার কারণেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানা গেছে।

কমেডিয়ান নাজার মোহাম্মদকে অপহরণ করে গলা কেটে হত্যা করে তালেবান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এই ঘটনার সত্যতা প্রমাণ মিলেছে। যদিও তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সেনাদের প্রত্যাহারের মধ্যেই দেশটির বিভিন্ন জায়গায় নারকীয়তা চালাচ্ছে তালেবান গোষ্ঠী। আফগান নিরাপত্তা বাহিনী আর বেসামরিক নাগরিকদের ওপর তালেবানের অভিযানের মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত