Ajker Patrika

টোকিওতে ছুরি হামলায় আহত ১০

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২: ৩৬
টোকিওতে ছুরি হামলায় আহত ১০

জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলার ঘটনায় আহত হয়েছেন ১০ জন। স্থানীয় সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সন্দেহভাজন হামলাকারীকে (৩৬) পরে আটক করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সন্দেহভাজন হামলাকারী পুলিশকে জানিয়েছে, কয়েকজন নারীকে খুশি দেখে তাঁর রাগ হয়েছিল এবং এ জন্যই তিনি হামলা চালিয়েছিলেন।

আহতদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিদের অবস্থা তেমন গুরুতর নয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে টোকিওর সেতাগায়া ওয়ার্ডে একটি কমিউটার ট্রেনে এই ছুরি হামলার ঘটনা ঘটে। এই এলাকা শহরটির পশ্চিমে অবস্থিত।

জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হামলার ঘটনা হওয়া এই স্থান অলিম্পিক গেমসের ঘোড়দৌড় সম্বন্ধীয় ইভেন্টের জন্য নির্ধারিত ভেন্যু থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।

সহিংস যেকোনো অপরাধের ঘটনা জাপানে খুবই বিরল। তবে চলমান অলিম্পিক গেমসের কারণে উচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যেই শুক্রবার টোকিওতে এ ঘটনা ঘটল। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকিতে একদল স্কুল শিক্ষার্থীর ওপর ছুরি হামলা চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় দুজন নিহত এবং ১৮ জন আহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত