Ajker Patrika

কাবুলের স্কুলে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫: ৪৩
কাবুলের স্কুলে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার পর পর তিনটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘কাবুলের উচ্চবিদ্যালেয় তিনটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের শিয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।’ এদিকে স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন, ‘বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছন প্রায় ১৪ জন।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় এলাকার আবদুল রহিম শহীদ উচ্চবিদ্যালয়ের বাইরে দুটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শিক্ষার্থীরা যখন তাদের সকালের ক্লাস থেকে বের হচ্ছিল, তখন বিস্ফোরণ ঘটে।

এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিদ্যালয়টির নাম মুমতাজ স্কুল। প্রথম হামলাটি সেখানেই ঘটে। পরে দাশত-ই-বারচি জেলায় আরেকটি স্কুলের কাছে দ্বিতীয় হামলা ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে থাকে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে লিখেছেন, পর পর তিনটি বিস্ফোরণ কাবুলের স্কুল কেঁপে উঠেছে। এটি মূলত শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি অঞ্চল। এখানে আইএস গোষ্ঠী প্রায়ই হামলা করে থাকে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রতাহারের পর থেকে দেশটিতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তবে তালেবান সরকার দাবি করেছে, গত আগস্টে ক্ষমতাগ্রহণের পর থেকে তারা দেশটির সুরক্ষা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত