Ajker Patrika

উত্তর কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের বিমান, কড়া হুঁশিয়ারি

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৬: ২৭
উত্তর কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের বিমান, কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান অন্তত আটবার চক্কর দিয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। আজ মঙ্গলবার এমন অভিযোগ করে পিয়ংইয়ং কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন চলতে থাকলে তারা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে গতকাল সোমবার একই অভিযোগ তুলেছিল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং দাবি করেন, উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান নজরদারি চালাচ্ছে। আবারও এমন ঘটলে পিয়ংইয়ং গুলি করে সেই বিমান ভূপাতিত করতে বাধ্য হবে বলেও হুমকি দেন কিম। 

কিম ইয়ো-জং জানান, উত্তর কোরিয়ার থংচন অঞ্চল থেকে ৪৩৫ কিলোমিটার দূরে সমুদ্রের ওপর দিয়ে মার্কিন গোয়েন্দা বিমান উড়েছে। ওই এলাকা উত্তর কোরিয়ার আকাশসীমার মধ্যে পড়ে। 

উত্তর কোরিয়ার এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো বিমান উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বিমান চলাচল করেছে। এটা রুটিন ফ্লাইট। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো সম্পর্ক নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত