অনলাইন ডেস্ক
চলতি বছর একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। সবশেষ সামরিক মহড়ার অংশ হিসেবে চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরে এই পদক্ষেপ। কেসিএনএ বলছে, শত্রুদের পারমাণবিক আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার উত্তর হামগিয়ং প্রদেশের কিম চায়েক শহর থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের দিকে হোওয়াসাল-২ নামে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ১০ হাজার ২০৮ সেকেন্ড থেকে ১০ হাজার ২২৪ সেকেন্ড পর্যন্ত প্রদক্ষিণ করে ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।
এমন এক সময়ে পিয়ংইয়ং এ পরীক্ষার চালিয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জবাবে কী করণীয় তা নিয়ে কাজ করছে।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ শেষ হলে বলা সম্ভব হবে যে, উত্তর কোরিয়ার দাবি সত্য কিনা।
এর আগে গত শনিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল পিয়ংইয়ং। কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, ৬৭ মিনিটে ৯০০ কিলোমিটার প্রদক্ষিণ করে এটি জাপান সাগরে পড়ে। নিজেদের সক্ষমতা জানান দিতেই এসব পরীক্ষা বলে দাবি করা হয় প্রতিবেদনে।
চলতি বছর একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। সবশেষ সামরিক মহড়ার অংশ হিসেবে চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরে এই পদক্ষেপ। কেসিএনএ বলছে, শত্রুদের পারমাণবিক আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার উত্তর হামগিয়ং প্রদেশের কিম চায়েক শহর থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের দিকে হোওয়াসাল-২ নামে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ১০ হাজার ২০৮ সেকেন্ড থেকে ১০ হাজার ২২৪ সেকেন্ড পর্যন্ত প্রদক্ষিণ করে ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।
এমন এক সময়ে পিয়ংইয়ং এ পরীক্ষার চালিয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জবাবে কী করণীয় তা নিয়ে কাজ করছে।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ শেষ হলে বলা সম্ভব হবে যে, উত্তর কোরিয়ার দাবি সত্য কিনা।
এর আগে গত শনিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল পিয়ংইয়ং। কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, ৬৭ মিনিটে ৯০০ কিলোমিটার প্রদক্ষিণ করে এটি জাপান সাগরে পড়ে। নিজেদের সক্ষমতা জানান দিতেই এসব পরীক্ষা বলে দাবি করা হয় প্রতিবেদনে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে
১ ঘণ্টা আগেআফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৪ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৫ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৫ ঘণ্টা আগে