Ajker Patrika

অস্ট্রেলিয়ার সমুদ্রসীমায় চীনা গোয়েন্দা জাহাজের উপস্থিতি উদ্বেগজনক: স্কট মরিসন

আপডেট : ১৩ মে ২০২২, ১৭: ০৩
অস্ট্রেলিয়ার সমুদ্রসীমায় চীনা গোয়েন্দা জাহাজের উপস্থিতি উদ্বেগজনক: স্কট মরিসন

অস্ট্রেলিয়ার সমুদ্রসীমার ৫০ নটিক্যাল মাইলের মধ্যে একটি চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করেছে অস্ট্রেলিয়ার নৌবাহিনী। দেশটি শুক্রবার জানিয়েছে, এই অঞ্চলে চীনের এমন আচরণে উদ্বেগ সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ বিষয়ে বলেছেন, ‘চীনা নৌবাহিনীর জাহাজটি অস্ট্রেলিয়ার আঞ্চলিক জলসীমায় ছিল না, তবে এর উপস্থিতি উদ্বেগজনক। এটি স্পষ্টতই একটি গোয়েন্দা জাহাজ এবং তরা আমাদের দিকে নজর রাখছে। আমরাও তাদের ওপর গভীর নজর রাখছি।’ 

অস্ট্রেলিয়া গত সপ্তাহে চীনা জাহাজটি ট্র্যাক করে। সে সময় জাহাজটি এক্সমাউথ হ্যারল্ড ই হল্ট নৌঘাঁটির পাশ দিয়ে যাচ্ছিল। এই ঘাঁটি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সাবমেরিন পোতাশ্রয় হিসেবে ব্যবহৃত হয়। 

তবে এ বিষয়ে চীন এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। অস্ট্রেলিয়ার চীনা দূতাবাসও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা প্রভাব বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বিগত কয়েক বছরে বেশ কিছু চীনা নৌবাহিনীর জাহাজ অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্ব উপকূলে বেশ কয়েকবার ট্র্যাক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত