Ajker Patrika

পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ে ৪ জনকে হত্যা

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮: ৪৮
পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ে  ৪ জনকে হত্যা

ভারতের ছত্তিশগড়ে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে সন্দেহজনক ৪ গ্রামবাসীকে হত্যা করেছে মাওবাদী নকশালরা। আজ বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুটি আলাদা ঘটনায় ওই চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বুধবার রাত ও আজ বৃহস্পতিবার কংকার জেলার মরখান্দি গ্রামে প্রথমে তিনজনকে হত্যা করা হয়। তাঁদের বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নকশাল বিদ্রোহীরা ওই গ্রামে একটি পুস্তিকা বিতরণ করেছেন। যেখানে তাঁরা দাবি করেছেন, হত্যাকাণ্ডের শিকার তিনজনই পুলিশের ‘সি-৬০’ বাহিনীকে গোপনে তথ্য সরবরাহ করতেন। মহারাষ্ট্র পুলিশের বিশেষ এই ইউনিট মূলত নকশালবাদীদের দমনে কাজ করছে। 

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলায়। সেখানে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তায় ফেলে রেখে যান নকশালবাদীরা। 

দুটি ঘটনায় নিরাপত্তা বাহিনী আজ বৃহস্পতিবার একটি যৌথ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া মাওবাদী নকশালদের শনাক্ত করার চেষ্টা করছে তারা। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে যে ২০টি আসনে ভোট গ্রহণ করা হবে—তার মধ্যে কংকার ও বিজাপুর রয়েছে। মোট ৯০টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনের ভোট গ্রহণ ১৭ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। 

পুলিশের তথ্য মতে, গত চার দশকে ছত্রিশগড়ের বিভিন্ন এলাকায় মাওবাদীরা কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি ১ হাজার ৭০০ নিরপরাধ নাগরিককে হত্যা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত