Ajker Patrika

ব্যাংককের বিলাসবহুল শপিং মলে এলোপাতাড়ি গুলি, নিহত ৩ 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৮: ৪৪
ব্যাংককের বিলাসবহুল শপিং মলে এলোপাতাড়ি গুলি, নিহত ৩ 

থাইল্যান্ডের ব্যাংককে বিলাসবহুল শপিং মলে এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। আরো অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ১৪ বছর বয়সী এক কিশোরকে হ্যান্ডগানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

থাই পুলিশ বলছে, ব্যাংককের সিটি সেন্টারে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং ১৪ বছর বয়সী এক কিশোরকে হ্যান্ডগানসহ গ্রেপ্তার করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রেতারা শপিং মল থেকে দৌড়ে বাইরে ছুটছেন। এ ঘটনার পর শপিং মলটির সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। 

শপিং সেন্টারটির ভেতর থেকে করা ভিডিও অনলাইনে পোস্ট করেছেন অনেকে। একটি ভিডিওতে ব্যস্ত শপিং মলের ভেতর চারটি গুলি চালানোর মতো শব্দ শোনা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা অনলাইনে বলেন, গুলির শব্দ শুনে তাঁরা দোকানের ভেতর ও বাথরুমে লুকিয়েছিলেন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিকটবর্তী সিয়াম মেট্রো স্টেশনও তখন বন্ধ করে দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত