অনলাইন ডেস্ক
সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই খবর প্রথম জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম। ক্ষেপণাস্ত্রটির শক্তিমত্তার প্রমাণ হিসেবে এবার উত্তর কোরিয়া কর্তৃপক্ষই কিছু ছবি প্রকাশ করেছে। মহাকাশ থেকে তোলা সেসব ছবি। ক্ষেপণাস্ত্রে সংযুক্ত ক্যামেরা থেকে তোলা ছবিগুলো।
মহাকাশ থেকে তোলা ছবিগুলো কোনো সাধারণ ছবি নয়। বিশেষজ্ঞরা ছবিগুলোকে সন্দেহ করার কারণ খুঁজে পাচ্ছেন না। ছবিগুলোতে কোরীয় উপদ্বীপের কিছু অংশ এবং আশপাশের অঞ্চলগুলো দেখা যাচ্ছে।
পিয়ংইয়ং আজ সোমবার নিশ্চিত করেছে, তারা মধ্যম পাল্লার হুয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পূর্ণ শক্তিতে এটি হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে। এমনকি মার্কিন ভূখণ্ড গুয়ামের মতো এলাকাগুলো এটির পাল্লার মধ্যে পড়ে।
উত্তর কোরিয়া বলছে, পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। আর মহাকাশ থেকে তোলা ছবিগুলো ওই ক্ষেপণাস্ত্র স্থাপিত ক্যামেরা দিয়েই তোলা।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে শঙ্কা জাগিয়েছে।
পিয়ংইয়ং শুধু গত মাসেই সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং মিত্রদেশগুলো কিম জং উনের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে।।
জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে। দেশটির ওপর কঠোর অবরোধও আরোপ করা আছে। কিন্তু কিম এই নিষেধাজ্ঞার কোনো কেয়ার করছেন না।
মার্কিন কর্মকর্তারা বলছেন, কিম জং উনের সাম্প্রতিক কার্যকলাপ পিয়ংইয়ংয়ের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই খবর প্রথম জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম। ক্ষেপণাস্ত্রটির শক্তিমত্তার প্রমাণ হিসেবে এবার উত্তর কোরিয়া কর্তৃপক্ষই কিছু ছবি প্রকাশ করেছে। মহাকাশ থেকে তোলা সেসব ছবি। ক্ষেপণাস্ত্রে সংযুক্ত ক্যামেরা থেকে তোলা ছবিগুলো।
মহাকাশ থেকে তোলা ছবিগুলো কোনো সাধারণ ছবি নয়। বিশেষজ্ঞরা ছবিগুলোকে সন্দেহ করার কারণ খুঁজে পাচ্ছেন না। ছবিগুলোতে কোরীয় উপদ্বীপের কিছু অংশ এবং আশপাশের অঞ্চলগুলো দেখা যাচ্ছে।
পিয়ংইয়ং আজ সোমবার নিশ্চিত করেছে, তারা মধ্যম পাল্লার হুয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পূর্ণ শক্তিতে এটি হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে। এমনকি মার্কিন ভূখণ্ড গুয়ামের মতো এলাকাগুলো এটির পাল্লার মধ্যে পড়ে।
উত্তর কোরিয়া বলছে, পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। আর মহাকাশ থেকে তোলা ছবিগুলো ওই ক্ষেপণাস্ত্র স্থাপিত ক্যামেরা দিয়েই তোলা।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে শঙ্কা জাগিয়েছে।
পিয়ংইয়ং শুধু গত মাসেই সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং মিত্রদেশগুলো কিম জং উনের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে।।
জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে। দেশটির ওপর কঠোর অবরোধও আরোপ করা আছে। কিন্তু কিম এই নিষেধাজ্ঞার কোনো কেয়ার করছেন না।
মার্কিন কর্মকর্তারা বলছেন, কিম জং উনের সাম্প্রতিক কার্যকলাপ পিয়ংইয়ংয়ের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
৭ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
১ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৩ ঘণ্টা আগে