Ajker Patrika

সিউলকে ‘কড়া বার্তা’ দিতে কামান দাগাল উত্তর কোরিয়া

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৬: ২০
সিউলকে ‘কড়া বার্তা’ দিতে কামান দাগাল উত্তর কোরিয়া

পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির জবাবে সিউল সামরিক মহড়া শুরু করার পর দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী উপকূলে কামান দেগেছে উত্তর কোরিয়া। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে আল-জাজিরা বলছে, মঙ্গলবার রাতে ২৫০ রাউন্ড ও বুধবার দুপুরে ১০০ রাউন্ড কামানের গোলা ছোড়া হয়। এগুলো দক্ষিণ কোরিয়ায় পড়েনি, নিরপেক্ষ জলসীমার মধ্যে পড়েছে। শুক্রবারের পর দ্বিতীয়বারের মতো গোলা ছুড়ল উত্তর কোরিয়া। 

এক বিবৃতিতে চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়ার প্রতিনিয়ত উসকানিমূলক আচরণ কোরীয় উপদ্বীপ ও আন্তর্জাতিক মহলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

এদিকে নর্থ কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) এক মুখপাত্র বলেন, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার মহড়ার জবাবে ‘কড়া বার্তা’ দিতে কামানের গোলা ছোড়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে সিউল থেকে পাল্টা কামান দাগা হয়েছে কি না, তা জানা যায়নি। 

এদিকে নতুন করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির জন্য উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পদক্ষেপকে ২০১৮ সালের দ্বিপক্ষীয় সামরিক ‘চুক্তির লঙ্ঘন’ হিসেবে দেখছে দেশটি। 

এর আগে গত ১৪ অক্টোবর শুক্রবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়ে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত