অনলাইন ডেস্ক
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর পরিবার অনেক কিছুই অর্জন করেছে। ফলে এককভাবে মাস্কের অর্জন নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি এমএফ রেডিও স্টেশন কেআইআইএস–এর ‘কেইল অ্যান্ড জ্যাকি ও’স শো’–নামক একটি প্রোগ্রামে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন ৭৬ বছর বয়স্ক এরল মাস্ক। তিনি এ সময় তাঁর ছোট ছেলে কিম্বাল মাস্ককে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি ইলন মাস্কের কৃতিত্বকে খাটো করে উপস্থাপন করেন।
উপস্থাপক জ্যাকি এরল মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান একজন প্রতিভাবান। তিনি প্রচুর অর্থের মালিক এবং অনেক কিছু নতুন করে সৃষ্টি করেছেন—এটি তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি কি তাঁকে নিয়ে গর্বিত?’ জবাবে এরল মাস্ক বলেন, ‘না। তবে আপনার হয়তো জানা নেই, আমরা এমন একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে অনেক কিছুই অর্জন করেছি। আমরা হঠাৎ করে কিছু করতে শুরু করেছি এমনটা নয়।’
এরল মাস্ক আরও বলেন, ‘আমার প্রথম স্ত্রী মায়ে মাস্কের গর্ভের সন্তান ইলন, টোসকা ও কিম্বাল ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে বিশ্বের স্থানে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা চীন এবং আমাজনের মতো জায়গায় গিয়েছে। তাঁরা অনেক কিছুই দেখেছে, একসঙ্গে অনেক কিছুই করেছে। তবে ইলন খুব অল্প সময়ের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে।’
এরল আরও বলেন, যদিও ইলনের বয়স ৫০ কিন্তু আমার মনে হয় এখনো আমার কাছে শিশু। কিন্তু সে প্রকৃতপক্ষে ৫০ বছরেরই বৃদ্ধ।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর পরিবার অনেক কিছুই অর্জন করেছে। ফলে এককভাবে মাস্কের অর্জন নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি এমএফ রেডিও স্টেশন কেআইআইএস–এর ‘কেইল অ্যান্ড জ্যাকি ও’স শো’–নামক একটি প্রোগ্রামে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন ৭৬ বছর বয়স্ক এরল মাস্ক। তিনি এ সময় তাঁর ছোট ছেলে কিম্বাল মাস্ককে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি ইলন মাস্কের কৃতিত্বকে খাটো করে উপস্থাপন করেন।
উপস্থাপক জ্যাকি এরল মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান একজন প্রতিভাবান। তিনি প্রচুর অর্থের মালিক এবং অনেক কিছু নতুন করে সৃষ্টি করেছেন—এটি তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি কি তাঁকে নিয়ে গর্বিত?’ জবাবে এরল মাস্ক বলেন, ‘না। তবে আপনার হয়তো জানা নেই, আমরা এমন একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে অনেক কিছুই অর্জন করেছি। আমরা হঠাৎ করে কিছু করতে শুরু করেছি এমনটা নয়।’
এরল মাস্ক আরও বলেন, ‘আমার প্রথম স্ত্রী মায়ে মাস্কের গর্ভের সন্তান ইলন, টোসকা ও কিম্বাল ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে বিশ্বের স্থানে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা চীন এবং আমাজনের মতো জায়গায় গিয়েছে। তাঁরা অনেক কিছুই দেখেছে, একসঙ্গে অনেক কিছুই করেছে। তবে ইলন খুব অল্প সময়ের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে।’
এরল আরও বলেন, যদিও ইলনের বয়স ৫০ কিন্তু আমার মনে হয় এখনো আমার কাছে শিশু। কিন্তু সে প্রকৃতপক্ষে ৫০ বছরেরই বৃদ্ধ।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৪ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৬ ঘণ্টা আগে