Ajker Patrika

মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা

অনলাইন ডেস্ক
Thumbnail image

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর পরিবার অনেক কিছুই অর্জন করেছে। ফলে এককভাবে মাস্কের অর্জন নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি এমএফ রেডিও স্টেশন কেআইআইএস–এর ‘কেইল অ্যান্ড জ্যাকি ও’স শো’–নামক একটি প্রোগ্রামে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন ৭৬ বছর বয়স্ক এরল মাস্ক। তিনি এ সময় তাঁর ছোট ছেলে কিম্বাল মাস্ককে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি ইলন মাস্কের কৃতিত্বকে খাটো করে উপস্থাপন করেন। 

উপস্থাপক জ্যাকি এরল মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান একজন প্রতিভাবান। তিনি প্রচুর অর্থের মালিক এবং অনেক কিছু নতুন করে সৃষ্টি করেছেন—এটি তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি কি তাঁকে নিয়ে গর্বিত?’ জবাবে এরল মাস্ক বলেন, ‘না। তবে আপনার হয়তো জানা নেই, আমরা এমন একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে অনেক কিছুই অর্জন করেছি। আমরা হঠাৎ করে কিছু করতে শুরু করেছি এমনটা নয়।’ 

এরল মাস্ক আরও বলেন, ‘আমার প্রথম স্ত্রী মায়ে মাস্কের গর্ভের সন্তান ইলন, টোসকা ও কিম্বাল ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে বিশ্বের স্থানে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা চীন এবং আমাজনের মতো জায়গায় গিয়েছে। তাঁরা অনেক কিছুই দেখেছে, একসঙ্গে অনেক কিছুই করেছে। তবে ইলন খুব অল্প সময়ের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে।’ 

এরল আরও বলেন, যদিও ইলনের বয়স ৫০ কিন্তু আমার মনে হয় এখনো আমার কাছে শিশু। কিন্তু সে প্রকৃতপক্ষে ৫০ বছরেরই বৃদ্ধ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত