বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর পরিবার অনেক কিছুই অর্জন করেছে। ফলে এককভাবে মাস্কের অর্জন নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি এমএফ রেডিও স্টেশন কেআইআইএস–এর ‘কেইল অ্যান্ড জ্যাকি ও’স শো’–নামক একটি প্রোগ্রামে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন ৭৬ বছর বয়স্ক এরল মাস্ক। তিনি এ সময় তাঁর ছোট ছেলে কিম্বাল মাস্ককে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি ইলন মাস্কের কৃতিত্বকে খাটো করে উপস্থাপন করেন।
উপস্থাপক জ্যাকি এরল মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান একজন প্রতিভাবান। তিনি প্রচুর অর্থের মালিক এবং অনেক কিছু নতুন করে সৃষ্টি করেছেন—এটি তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি কি তাঁকে নিয়ে গর্বিত?’ জবাবে এরল মাস্ক বলেন, ‘না। তবে আপনার হয়তো জানা নেই, আমরা এমন একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে অনেক কিছুই অর্জন করেছি। আমরা হঠাৎ করে কিছু করতে শুরু করেছি এমনটা নয়।’
এরল মাস্ক আরও বলেন, ‘আমার প্রথম স্ত্রী মায়ে মাস্কের গর্ভের সন্তান ইলন, টোসকা ও কিম্বাল ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে বিশ্বের স্থানে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা চীন এবং আমাজনের মতো জায়গায় গিয়েছে। তাঁরা অনেক কিছুই দেখেছে, একসঙ্গে অনেক কিছুই করেছে। তবে ইলন খুব অল্প সময়ের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে।’
এরল আরও বলেন, যদিও ইলনের বয়স ৫০ কিন্তু আমার মনে হয় এখনো আমার কাছে শিশু। কিন্তু সে প্রকৃতপক্ষে ৫০ বছরেরই বৃদ্ধ।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর পরিবার অনেক কিছুই অর্জন করেছে। ফলে এককভাবে মাস্কের অর্জন নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি এমএফ রেডিও স্টেশন কেআইআইএস–এর ‘কেইল অ্যান্ড জ্যাকি ও’স শো’–নামক একটি প্রোগ্রামে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন ৭৬ বছর বয়স্ক এরল মাস্ক। তিনি এ সময় তাঁর ছোট ছেলে কিম্বাল মাস্ককে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি ইলন মাস্কের কৃতিত্বকে খাটো করে উপস্থাপন করেন।
উপস্থাপক জ্যাকি এরল মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান একজন প্রতিভাবান। তিনি প্রচুর অর্থের মালিক এবং অনেক কিছু নতুন করে সৃষ্টি করেছেন—এটি তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি কি তাঁকে নিয়ে গর্বিত?’ জবাবে এরল মাস্ক বলেন, ‘না। তবে আপনার হয়তো জানা নেই, আমরা এমন একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে অনেক কিছুই অর্জন করেছি। আমরা হঠাৎ করে কিছু করতে শুরু করেছি এমনটা নয়।’
এরল মাস্ক আরও বলেন, ‘আমার প্রথম স্ত্রী মায়ে মাস্কের গর্ভের সন্তান ইলন, টোসকা ও কিম্বাল ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে বিশ্বের স্থানে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা চীন এবং আমাজনের মতো জায়গায় গিয়েছে। তাঁরা অনেক কিছুই দেখেছে, একসঙ্গে অনেক কিছুই করেছে। তবে ইলন খুব অল্প সময়ের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে।’
এরল আরও বলেন, যদিও ইলনের বয়স ৫০ কিন্তু আমার মনে হয় এখনো আমার কাছে শিশু। কিন্তু সে প্রকৃতপক্ষে ৫০ বছরেরই বৃদ্ধ।
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
৫ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
৬ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে