মিয়ানমারের জান্তাবাহিনীর হাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।
সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশ থেকে ৩৫ টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তাঁদের দুই কর্মীসহ ছিল।
সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়, ওই প্রদেশে মিয়ানমারের জান্তারা তাদের লোকেদের গাড়ি থেকে জোর করে বের করে। পরে গ্রেপ্তার করে ও তাদের লাশ পোড়ানোর আগে হত্যা করে।
তবে মিয়ানমারের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।
সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়, তাঁদের নিহত দুই কর্মী নবজাতকের বাবা ছিলেন। তাঁরা ওই অঞ্চলে শিশুদের শিক্ষার জন্য কাজ করতেন। তাঁরা ছুটিতে বাড়িতে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন।
একটি টুইট বার্তায় সেভ দ্য চিলড্রেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
এই হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীকে জবাব দিতে হবে। মিয়ানমারের সেনাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
গত ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকে দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ, আন্দোলন ও সশস্ত্র যুদ্ধ চলছে।
মিয়ানমারের জান্তাবাহিনীর হাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।
সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশ থেকে ৩৫ টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তাঁদের দুই কর্মীসহ ছিল।
সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়, ওই প্রদেশে মিয়ানমারের জান্তারা তাদের লোকেদের গাড়ি থেকে জোর করে বের করে। পরে গ্রেপ্তার করে ও তাদের লাশ পোড়ানোর আগে হত্যা করে।
তবে মিয়ানমারের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।
সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়, তাঁদের নিহত দুই কর্মী নবজাতকের বাবা ছিলেন। তাঁরা ওই অঞ্চলে শিশুদের শিক্ষার জন্য কাজ করতেন। তাঁরা ছুটিতে বাড়িতে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন।
একটি টুইট বার্তায় সেভ দ্য চিলড্রেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
এই হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীকে জবাব দিতে হবে। মিয়ানমারের সেনাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
গত ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকে দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ, আন্দোলন ও সশস্ত্র যুদ্ধ চলছে।
খামেনি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে ইরান অনেক বড় সম্মান অর্জন করেছে, যা সারা বিশ্ব এখন মেনে নিচ্ছে। এর মাধ্যমে ইরান বিশ্বকে তার অদম্য শক্তি, ধৈর্য ও ইচ্ছাশক্তি দেখিয়েছে। সবাই এখন বুঝতে পারছে, বিশ্বমঞ্চে ইরানের শক্তি কতটা।’
২৭ মিনিট আগেচীনের তিয়ানজিন শহরের এক পরিবারে ৩০ লাখ ইউয়ান (৫ কোটি ১৬ লাখের বেশি টাকা) মূল্যের সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে উত্তপ্ত আইনি লড়াই এক নাটকীয় মোড় নিয়েছে। এই বিবাদের একপর্যায়ে তারা জানতে পারেন—তাদের কেউই আসলে মৃত বাবা-মায়ের জৈবিক সন্তান নন।
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়া একটি স্থায়ী পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রকে তা স্বীকৃতি দিতে হবে।
২ ঘণ্টা আগেক্রমাগত কমতে থাকা জন্মহারের প্রতিক্রিয়ায় দেশজুড়ে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে চীন। সরকার ঘোষণা দিয়েছে, তিন বছরের কম বয়সী শিশুদের জন্য প্রত্যেক পরিবারকে বছরে ৩ হাজার ৬০০ ইউয়ান (প্রায় ৬২ হাজার টাকা) করে যত্ন ভাতা দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে