Ajker Patrika

রাইসির শূন্যস্থান পূরণে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান 

আপডেট : ২১ মে ২০২৪, ১১: ১১
রাইসির শূন্যস্থান পূরণে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান 

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর সঙ্গে নিহত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ আটজন। প্রেসিডেন্টের মৃত্যুতে শূন্য হওয়া পদ পূরণ করতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান। আগামী ২৮ জুন দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভিভাবক পরিষদ গতকাল সোমবার এক জরুরি বৈঠকে বসে। ইরানের পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত এই পরিষদ বৈঠক শেষে আগামী ২৮ জুন ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা নির্বাচনে প্রার্থী হতে চান, আগামী ৩০ মে’র মধ্যে তাঁদের মনোনয়ন জমা দিতে হবে। এরপর নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১২ থেকে ২৭ জুন পর্যন্ত। উল্লেখ্য, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। 

এর আগে গতকাল সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার আগে গত রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। 

ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত