Ajker Patrika

ব্যাংককে কারখানায় বিস্ফোরণে দমকলকর্মী নিহত, আহত ৬০ জনের বেশি

ব্যাংককে কারখানায় বিস্ফোরণে দমকলকর্মী নিহত, আহত ৬০ জনের বেশি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ সোমবার এ ঘটনায় এক দমকলকর্মী নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে নয় কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গেছে। ৭৩টি বাড়ি এবং ১৫টি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইওয়ানিজ মালিকানার এই কারখানাটিতে ফোম ও প্লাস্টিক সামগ্রী তৈরি করা হতো। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও নির্বাপণ অধিদপ্তরের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, আজ সোমবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য রাসায়নিক পদার্থ থেকেই এই বিস্ফোরণ হয়েছে। জনসাধারণকে বিস্ফোরণস্থলের আশপাশে কমপক্ষে ৫০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের টিপিবিএস টিভি জানিয়েছে, বিস্ফোরণে কারখানার আশপাশের ভবনগুলোর দরজা-জানালার কাচ ও কংক্রিট ভেঙে পড়ে সড়কের ওপর। গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আশপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।

জারুওয়ান চামসোপা নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মধ্য রাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আমার বাসার জানালার কাচ ভেঙে যায়। আমি বাসা থেকে বেরিয়ে দেখি আকাশে আগুনের ধোঁয়া।’

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্য আনোয়ুত ফোমপাই টিপিবিএসকে বলেন, ‘আমরা তল্লাশি অব্যাহত রেখেছি, কিন্তু কারখানা ও আশপাশের কয়েকটি ভবনে এখনো আগুন জ্বলছে। এ কারণে আমাদের উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত