Ajker Patrika

‘নতুন ধরনের’ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া 

‘নতুন ধরনের’ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া 

একটি নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।  সাবমেরিন থেকে এই ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপিত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। 
 
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, অস্ত্রটিতে ছিল অনেক উন্নত প্রযুক্তির নির্দেশনা । 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা যখন সিউলে উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করেছেন এমন সময়ই পিয়ংইয়ং এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। মিসাইলটি জাপান উপকূলের পানিতে গিয়ে পতিত হয় বলে জানিয়েছে বিবিসি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত