অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে। দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রোববার ভিক্টোরিয়া রাজ্যের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী মেলবোর্নে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে।
রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের মিলডুরা শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৭ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৯১ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছে, যা জানুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার থেকেও বেশি।
ব্যুরো অব মিটিওরলজির কর্মকর্তা মিরিয়াম ব্র্যাডবারি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) টেলিভিশনকে জানান, আজ রোববার ভিক্টোরিয়াতে তাপমাত্রা শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আগুনের বিপৎসীমা আরও বেশি অঞ্চলে বাড়তে দেখা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে ভিক্টোরিয়ার তিনটি অঞ্চলে এরই মধ্যে আগুন জ্বালানোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব অঞ্চলে দাবানলের ঝুঁকি চরম পর্যায়ে রয়েছে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়া রাজ্যগুলোতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়।
সাধারণত এ সময় তীব্র তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকিতে থাকে অস্ট্রেলিয়া। গত কিছু মৌসুমে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে গত সপ্তাহে ভিক্টোরিয়ার গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দাবানলে অনেক বাড়িঘর ও কৃষিজমি পুড়ে যায়। এ কারণে আগুন জ্বালানোতে সতর্কতা জারি করেছে দেশটি।
এর আগে ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’ নামে অভিহিত দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের আয়তন সমান এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৩৩ জন এবং মারা গিয়েছিল কোটি কোটি প্রাণী।
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে। দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রোববার ভিক্টোরিয়া রাজ্যের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী মেলবোর্নে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে।
রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের মিলডুরা শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৭ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৯১ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছে, যা জানুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার থেকেও বেশি।
ব্যুরো অব মিটিওরলজির কর্মকর্তা মিরিয়াম ব্র্যাডবারি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) টেলিভিশনকে জানান, আজ রোববার ভিক্টোরিয়াতে তাপমাত্রা শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আগুনের বিপৎসীমা আরও বেশি অঞ্চলে বাড়তে দেখা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে ভিক্টোরিয়ার তিনটি অঞ্চলে এরই মধ্যে আগুন জ্বালানোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব অঞ্চলে দাবানলের ঝুঁকি চরম পর্যায়ে রয়েছে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়া রাজ্যগুলোতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়।
সাধারণত এ সময় তীব্র তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকিতে থাকে অস্ট্রেলিয়া। গত কিছু মৌসুমে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে গত সপ্তাহে ভিক্টোরিয়ার গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দাবানলে অনেক বাড়িঘর ও কৃষিজমি পুড়ে যায়। এ কারণে আগুন জ্বালানোতে সতর্কতা জারি করেছে দেশটি।
এর আগে ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’ নামে অভিহিত দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের আয়তন সমান এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৩৩ জন এবং মারা গিয়েছিল কোটি কোটি প্রাণী।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৪১ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
১ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে