Ajker Patrika

সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে গ্রহণ করল ইন্দোনেশিয়া

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে গ্রহণ করল ইন্দোনেশিয়া

সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে অবশেষে তীরে নামার অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক নানা সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্মড বিজয়া এক বিবৃতিতে বলেছেন, ইন্দোনেশীয় সরকার মানবতার খাতিরে বিরুয়েন উপকূলে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। নৌকায় থাকা শরণার্থীদের জরুরি অবস্থা বিবেচনায় ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। নৌকায় অধিকাংশ যাত্রীই ছিল নারী ও শিশু। 

রোহিঙ্গা বোঝাই নৌকাকে তীরে নামার অনুমতি দিল ইন্দোনেশিয়াএর আগে মঙ্গলবার সুমাত্রার পশ্চিমাঞ্চলীয় দ্বীপের আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌকায় থাকা প্রায় ১২০ জন যাত্রীকে তাঁরা খাবার, ওষুধ ও পানি পাঠিয়েছেন। কিন্তু তাদের ইন্দোনেশিয়ায় ঢুকতে দেওয়া হবে না। 

উল্লেখ্য, রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। নৌকাটি কয়েক দিনের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দুই জেলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান। নৌকাটি কাঠের তৈরি। এর দুই জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। প্রচুর পানি উঠছিল।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত