Ajker Patrika

কমলা হ্যারিস সিউল ছাড়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০৮
কমলা হ্যারিস সিউল ছাড়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়া সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সফর শেষে তিনি সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

সফরে কমলা হ্যারিস তাঁর এশীয় মিত্রদের নিরাপত্তার জন্য মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছিলেন বলে জানা গেছে। সুরক্ষিত পরমাণু নিরস্ত্রীকরণ এলাকা পরিদর্শন করে তিনি বলেন, উত্তর কোরিয়া একনায়কতন্ত্রের দেশ, তারা মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ অস্ত্র কার্যক্রম চালায়, যা আন্তর্জাতিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করছে।

দক্ষিণ কোরিয়া সফরের আগে কমলা হ্যারিসের জাপানে অবস্থানকালেও পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জেরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে ধারণা করা হচ্ছে। ফলে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে গত রোববার হ্যারিস ওয়াশিংটন ত্যাগ করার আগে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। 

ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত