Ajker Patrika

বিয়েবাড়িতে গান বাজানোয় ২ জনকে গুলি করে হত্যা করল তালেবান

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০০: ০৮
বিয়েবাড়িতে গান বাজানোয় ২ জনকে গুলি করে হত্যা করল তালেবান

বিয়েবাড়িতে গান বাজানোয় দুজনকে গুলি করে হত্যা করেছে তালেবান। আজ শনিবার একজন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

 ভুক্তভোগীদের একজন আত্মীয় জানান, নানগারহার প্রদেশে সোরখরুদদে একটি বিয়ে বাড়িতে গান চালানোয় গুলি চালায়  তালেবান। এতে দুজন মারা যান এবং দুজন আহত হন। 

সর্বশেষ তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ছিল তখনো সংগীত নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার তালেবান ক্ষমতায় আসার পর এ নিয়ে আফগানিস্তানে কোনো নির্দেশনা জারি করা হয়নি। তবে তালেবান গান বাজানোকে ইসলামি আইনের লঙ্ঘন হিসেবে দেখে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, যুবকেরা একটি আলাদা ঘরে গান বাজাচ্ছিল এবং তিন তালেবান যোদ্ধা এসে তাদের ওপর গুলি চালায়। আহত দুজনের অবস্থা গুরুতর। 

তালেবানের নানগারহার প্রদেশের মুখপাত্র কাজি মুল্লাহ আদেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। 

তালেবানের সরকারি মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি। তবে জানিয়েছেন, সংগীত প্রেমীদের শাস্তি দেওয়া তালেবানের নীতিতে নেই। 
 
যবিউল্লাহ মুজাহিদ বলেন, ঘটনার তদন্ত চলছে। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি এখনো নিশ্চিত নই। এটি কি ব্যক্তিগত কোনো ঘটনা নাকি অন্য কিছু সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত