Ajker Patrika

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে মুইজ্জুর চীনপন্থী দলের বড় জয়

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৫: ৪২
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে মুইজ্জুর চীনপন্থী দলের বড় জয়

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল বিশাল ব্যবধানে জয় পেয়েছে। গতকাল রোববার দ্বীপ রাষ্ট্রটির নির্বাচনে ভোটারেরা ভারতবিরোধী নীতির প্রতিই সমর্থন জানিয়েছেন। ফলাফলে আঞ্চলিক পরাশক্তি ভারত ও মালদ্বীপের মধ্যকার আরও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। ভোটের মাঠেই স্পষ্ট হয়ে উঠেছিল দুই প্রতিবেশী দেশ চীন ও ভারতের মধ্যকার বৈরিতার ছাপ। 

মালদ্বীপের নির্বাচন কমিশনের সাময়িক ফলাফল অনুযায়ী, ৯৩ সদস্যের পার্লামেন্টে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে। পিএনসি ঘোষিত ৮৬টির মধ্যে ৬৬টি আসন নিশ্চিত করেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদনে এক সপ্তাহ সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। 

আগামী মে মাসের শুরু থেকে নতুন সংসদ কার্যকর হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম মিহারু জানিয়েছে, এই নির্বাচনে অংশ নেওয়া ৪১ নারী প্রার্থীর মধ্যে মাত্র তিনজন জিতেছেন এবং তাঁরা মুইজ্জুর পিএনসির সদস্য। 

সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ডে হাজারো আবাসন ইউনিট নির্মাণসহ চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া জন্য এই ভোটকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হয়েছিল। বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তার মিত্রদের আসন ছিল মাত্র আটটি। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর সংখ্যাগরিষ্ঠতার অভাব মুইজ্জুকে বেকায়দায় ফেলে দেয়। এতে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখে পড়তে হয় তাঁকে। 

মাত্র কয়েক ডজন আসন নিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। অথচ আগের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ছিল দলটি। 

গত রোববার প্রথম ভোট দেওয়া কয়েকজনের মধ্যে একজন ছিলেন মুইজ্জু। তিনি সাংবাদিকদের বলেন, ‘সকল নাগরিকের উচিত তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের প্রক্সি হিসেবে ৪৫ বছর বয়সী মোহামেদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। আদালত দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ড বাতিল করার পর চলতি সপ্তাহে মুক্তি পান আবদুল্লাহ ইয়ামিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত