Ajker Patrika

‘কিছু শক্তি চীন-ভারতের মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা করেছে’

অনলাইন ডেস্ক
Thumbnail image

কিছু শক্তি চীন ও ভারতের মধ্যে সংঘাত ও বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে বলে জানিয়েছে বেইজিং। শক্তিক্ষয়ের পরিবর্তে চীন ও ভারতের উচিত পরস্পরের লক্ষ্য অর্জনে একে অপরকে সহায়তা করা। সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা জানিয়েছেন। নিউইয়র্কভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘একে অপরের শক্তি নষ্ট করার পরিবর্তে চীন ও ভারতের উচিত একে অপরের লক্ষ্য অর্জনে সহায়তা করা।’ 

বেইজিংয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে স্বীকার করে ওয়াং বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সম্পর্ক “কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছ”।’ 

ওয়াং ই আরও বলেন, ‘কিছু শক্তি চীন ও ভারতের মধ্যে সংঘাত ও বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে।’ 

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় চীন-ভারতের মধ্যে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় সৈন্য ও ৪ চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকেই এশিয়ার এই দুই শক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত