‘অপ্রতিরোধ্য সামরিক শক্তি সুরক্ষিত’ করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধির আদেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বার্ষিক সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এবং শনিবার কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, সাঁজোয়া যান এবং আর্টিলারি শেল তৈরির মূল অস্ত্র কারখানা পরিদর্শন করার সময় কিম এই আদেশ দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরু করার কয়েক দিন আগে অস্ত্র কারখানায় পরিদর্শনে করে তিনি অস্ত্র উৎপাদনের নির্দেশ দিয়েছেন। যেটিকে পিয়ংইয়ং যুদ্ধের মহড়া হিসেবে দেখছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, সামরিক ইউনিটগুলির চাহিদা মেটাতে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করাকে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্য’ বলে উল্লেখ করেছেন কিম।
অস্ত্র কারখানায় পরিদর্শনে গিয়ে কিম বলেছেন, যুদ্ধের প্রস্তুতির গুণগত স্তরগুলো যুদ্ধাস্ত্র শিল্পের বিকাশের ওপর নির্ভর করে। আমাদের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে ত্বরান্বিত করার জন্য কারখানাটির অনেক দায়িত্ব।
কিম কমব্যাট সাঁজোয়া যান পরিদর্শন করেছেন। কারখানা আধুনিকীকরণে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসাও করেছেন কিম জং উন।
কিম বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীকে অবশ্যই অপ্রতিরোধ্য সামরিক শক্তি এবং যেকোনো সময় যেকোনো যুদ্ধ পরিচালনার জন্য দৃঢ় প্রস্তুতি নিশ্চিত করতে হবে, যাতে শত্রুরা শক্তি প্রয়োগ করার সাহস না পায়। যদি তা করে তাহলে শত্রুকে ধ্বংস করা হবে।’
আজ সোমবার দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকির প্রতিক্রিয়া জানাতে গ্রীষ্মকালীন অনুশীলন করবে।
এদিকে উত্তর কোরিয়া মিত্রদের সামরিক মহড়াকে পারমাণবিক যুদ্ধের মহড়া বলে নিন্দা করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপ অফ স্টাফের মতে, এই বছরের মহড়া এখন পর্যন্ত সর্ববৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে, উভয় পক্ষের হাজার হাজার সৈন্য, পাশাপাশি জাতিসংঘ কমান্ডের কিছু সদস্য রাষ্ট্র প্রায় ৩০টি ফিল্ড ট্রেনিং প্রোগ্রামের জন্য একত্রিত হবে।
জেসিএস মুখপাত্র কর্নেল লি সুং-জুন বলেছেন, জরুরি পরিস্থিতিতে শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষা ভঙ্গি বজায় রাখার জন্য মহড়া একটি অপরিহার্য উপাদান। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকির প্রতিক্রিয়া জানাতে এটা একেবারে প্রয়োজনীয়।
‘অপ্রতিরোধ্য সামরিক শক্তি সুরক্ষিত’ করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধির আদেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বার্ষিক সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এবং শনিবার কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, সাঁজোয়া যান এবং আর্টিলারি শেল তৈরির মূল অস্ত্র কারখানা পরিদর্শন করার সময় কিম এই আদেশ দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরু করার কয়েক দিন আগে অস্ত্র কারখানায় পরিদর্শনে করে তিনি অস্ত্র উৎপাদনের নির্দেশ দিয়েছেন। যেটিকে পিয়ংইয়ং যুদ্ধের মহড়া হিসেবে দেখছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, সামরিক ইউনিটগুলির চাহিদা মেটাতে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করাকে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্য’ বলে উল্লেখ করেছেন কিম।
অস্ত্র কারখানায় পরিদর্শনে গিয়ে কিম বলেছেন, যুদ্ধের প্রস্তুতির গুণগত স্তরগুলো যুদ্ধাস্ত্র শিল্পের বিকাশের ওপর নির্ভর করে। আমাদের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে ত্বরান্বিত করার জন্য কারখানাটির অনেক দায়িত্ব।
কিম কমব্যাট সাঁজোয়া যান পরিদর্শন করেছেন। কারখানা আধুনিকীকরণে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসাও করেছেন কিম জং উন।
কিম বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীকে অবশ্যই অপ্রতিরোধ্য সামরিক শক্তি এবং যেকোনো সময় যেকোনো যুদ্ধ পরিচালনার জন্য দৃঢ় প্রস্তুতি নিশ্চিত করতে হবে, যাতে শত্রুরা শক্তি প্রয়োগ করার সাহস না পায়। যদি তা করে তাহলে শত্রুকে ধ্বংস করা হবে।’
আজ সোমবার দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকির প্রতিক্রিয়া জানাতে গ্রীষ্মকালীন অনুশীলন করবে।
এদিকে উত্তর কোরিয়া মিত্রদের সামরিক মহড়াকে পারমাণবিক যুদ্ধের মহড়া বলে নিন্দা করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপ অফ স্টাফের মতে, এই বছরের মহড়া এখন পর্যন্ত সর্ববৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে, উভয় পক্ষের হাজার হাজার সৈন্য, পাশাপাশি জাতিসংঘ কমান্ডের কিছু সদস্য রাষ্ট্র প্রায় ৩০টি ফিল্ড ট্রেনিং প্রোগ্রামের জন্য একত্রিত হবে।
জেসিএস মুখপাত্র কর্নেল লি সুং-জুন বলেছেন, জরুরি পরিস্থিতিতে শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষা ভঙ্গি বজায় রাখার জন্য মহড়া একটি অপরিহার্য উপাদান। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকির প্রতিক্রিয়া জানাতে এটা একেবারে প্রয়োজনীয়।
ইয়েমেনে ব্যবসায়িক অংশীদারকে হত্যার অভিযোগে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ভারতের এক মুসলিম ইমামের বরাত দিয়ে আজ বুধবার এই খবর জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
৩০ মিনিট আগেইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো ওই হামলায় কমপক্ষে তিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৮ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেরাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে আঘাত হানতে শুরু করেছে সুনামি। হাওয়াই, জাপান, চীন এবং মধ্য-প্যাসিফিকের মিদওয়ে অ্যাটলের মতো দ্বীপাঞ্চলে আঘাত হানছে একের পর এক সুবিশাল ঢেউ।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে আশাবাদ বাড়ছে। সোজা কথায় উঠতি ধনীদের সংখ্যা বাড়ছে। এমনটাই উঠে এসেছে গবেষণা সংস্থা গ্যালাপের সাম্প্রতিক এক জরিপে। সংস্থাটি জানিয়েছে, ‘থ্রাইভিং’—অর্থাৎ আয় ও জীবনযাত্রার দিক থেকে ‘ভালো থাকা’ মানুষের অনুপাত এবার রেকর্ড উচ্চতায়..
৪ ঘণ্টা আগে