Ajker Patrika

ম্যানিলায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

ম্যানিলায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে দেশটির রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় অন্তত ৮০টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানিলার কাছাকাছি কুইজন শহরের ইউনিভার্সিটি অব ফিলিপাইনের ক্যাম্পাসের ভেতরের একটি জনাকীর্ণ আবাসিক এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। 

স্থানীয় অগ্নি নির্বাপণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচাইদা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা লেগেছে। সূত্রপাতের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্তরা কেউই নিজ বাড়ি থেকে সরে যাওয়ার সুযোগ পাননি।’ 

গ্রেগ বিচাইদা আরও জানান, নিহত ৮ জনের মধ্যে ৬ জনই শিশু, তবে তাদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

গ্রেগ বিচাইদা বলেন, ‘ঘরগুলোতে হালকা ফার্নিচার ছিল। আগুনের বিস্তারিত এত দ্রুত হয়েছিল যে—সেখানকার লোকজন হতবাক হয়ে গিয়েছিল। ফলে, তাঁরা আমাদের স্টেশনের কাছাকাছি থাকার পরও ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের জানাতে পারেনি।’ 

ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুলসংখ্যক বাসিন্দা রয়েছেন। ম্যানিলা মেট্রোপলিটন যা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং কুইজনের মতো আরও কয়েকটি শহর নিয়ে গঠিত। ম্যানিলা মেট্রোপলিটনে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বসবাস করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত