Ajker Patrika

১০০০ কোটি  ডলার কর পরিশোধ করবে স্যামসাং চেয়ারম্যান লির পরিবার

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৩: ১৯
১০০০ কোটি  ডলার কর পরিশোধ করবে স্যামসাং চেয়ারম্যান লির পরিবার

ঢাকা: স্যামসাং ইলেক্ট্রনিক্সের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির পরিবার জানিয়েছে, তারা ১০ ট্রিলিয়ন ওনের (১০.৮ বিলিয়ন ডলার) বেশি উত্তরাধিকার কর পরিশোধ করবে। আজ বুধবার একটি বিবৃতিতে তারা এমনটি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়৫ বছর সময়ের মধ্যে মোট ছয় কিস্তিতে এ বিশাল অঙ্কের কর পরিশোধ করবে  স্যামসাংয়ের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির   পরিবার। এছাড়া  তাঁর সংগ্রহকৃত শিল্পসামগ্রীও দান করা হবে রাষ্ট্রীয় কিউরেটরদের। যার আনুমানিক আর্থিক মূল্য ১.৭৬ বিলিয়ন ডলার।

বিবৃতিতে বলা হয়সব কর পরিশোধ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।

লির পরিবার পক্ষ থেকে আরও বলা হয়, তারা ১ ট্রিলিয়ন  ওন অনুদান দেবে জনস্বাস্থ্য সেবা খাতে। এর মধ্যে ৫০০ বিলিয়ন ওন দেবে দক্ষিণ কোরিয়ার প্রথম বিশেষায়িত সংক্রামক রোগ হাসপাতাল নির্মাণের জন্য।

বিশ্লেষকরা বলেছেন যে লির পরিবারকে তাদের নিজস্ব এবং লির শেয়ার থেকে পাওয়া  মুনাফা ও লোনের মাধ্যমে করগুলো দিতে হবে।

 লি কুন-হি স্যামসাংকে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন ও মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। গত ২৫ অক্টোবরে তিনি মারা যান। সেসময় তাঁর সম্পত্তির পরিমাণ ২৬ ট্রিলিয়ন ওন। লি কুন-হি বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ ছিল। যদিও পরে তাঁকে ক্ষমা করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

জামায়াত-এনসিপির পথে হঠাৎ যেন ভিন্ন বাঁক

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত