Ajker Patrika

দক্ষিণের সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১০: ৪৮
দক্ষিণের সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। সবশেষ বুধবার (২ নভেম্বর) সকালে পূর্ব উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দুই কোরিয়ার সমুদ্রসীমায় উৎক্ষেপণ করা হয়। 

আল জাজিরার খবরে বলা হয়, সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে বিমান হামলার সতর্কতা জারি করেছে প্রশাসন। সেখানকার বাসিন্দাদের বাংকারে আশ্রয়ে নিতে বলা হয়েছে। 

উত্তর কোরিয়ার এমন আগ্রাসী পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিউল। জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। 

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার থেকে দেশ দুটির বড় ধরনের সম্মিলিত সামরিক মহড়া শুরু করেছে। ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের মহড়ায় দুই দেশের ২৪০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। 

উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য আক্রমণের পাল্টা ব্যবস্থা হিসেবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার পক্ষে যুক্তি দিচ্ছে উত্তর কোরিয়া। সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ঘোষণা দিয়ে একটি আইন পাস করে দেশটি। 

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত