Ajker Patrika

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক
কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের বাইরে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠানে চালানো এ হামলায় আহত হয়েছে চারজন। 

ইতালির অর্থায়নে পরিচালিত একটি হাসপাতাল টুইট বার্তায় জানিয়েছে, বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। 

তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বার্তা সংস্থা এপিকে বলেছেন, হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি হয়নি। হামলায় নিহতরা মসজিদের গেটের বাইরে ছিলেন। তাঁরা বেসামরিক নাগরিক। এই ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 

রোববারের এই হামলার ব্যাপারে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 

উল্লেখ্য, এর আগে গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে হামলা চালিয়েছিল আইএসের শাখা সংগঠন আইএস-কে। ওই হামলায় ১৬৯ জন আফগান ও ১৩ জন মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত