অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি বাহিনী বলছে, নিহত তিনজন অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। মঙ্গলবার একটি গাড়িতে ভ্রমণকালে তাঁদের হত্যা করা হয়। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়িতে ভ্রমণকারী তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। তাঁরা আরও বলছে, ওই সশস্ত্র তিনজন বিগত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর হত্যা প্রচেষ্টা চালানো একটি দল।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘একটি কুৎসিত হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে।
তবে এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী দেখিয়ে দিয়েছে যে, সন্ত্রাসবাদীদের কোনো ক্ষমা নেই।’ তিনি আরও বলেন, ‘যে আমাদের ক্ষতি করবে, তাঁর প্রতি চরম আঘাত হানা হবে।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ গ্রুপের অংশ আল আকসা শহীদ ব্রিগেড বলছে যে, নিহত তিনজন তাঁদের সদস্য। দলটির মুখপাত্র মনির আল-জাঘৌব বলেছেন, ‘এই অপরাধমূলক হত্যাকাণ্ডের জন্য দায়ী ইসরায়েল। এটি তাদের চলমান অপরাধের অংশ।’
উল্লেখ্য, ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়।
অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি বাহিনী বলছে, নিহত তিনজন অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। মঙ্গলবার একটি গাড়িতে ভ্রমণকালে তাঁদের হত্যা করা হয়। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়িতে ভ্রমণকারী তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। তাঁরা আরও বলছে, ওই সশস্ত্র তিনজন বিগত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর হত্যা প্রচেষ্টা চালানো একটি দল।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘একটি কুৎসিত হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে।
তবে এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী দেখিয়ে দিয়েছে যে, সন্ত্রাসবাদীদের কোনো ক্ষমা নেই।’ তিনি আরও বলেন, ‘যে আমাদের ক্ষতি করবে, তাঁর প্রতি চরম আঘাত হানা হবে।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ গ্রুপের অংশ আল আকসা শহীদ ব্রিগেড বলছে যে, নিহত তিনজন তাঁদের সদস্য। দলটির মুখপাত্র মনির আল-জাঘৌব বলেছেন, ‘এই অপরাধমূলক হত্যাকাণ্ডের জন্য দায়ী ইসরায়েল। এটি তাদের চলমান অপরাধের অংশ।’
উল্লেখ্য, ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়।
গতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
২২ মিনিট আগেভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে