অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্থনি আলবেনিজ। স্থানীয় সময় সোমবার সকালে তিনি দেশটির ৩১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই স্থানীয় সমস্যাগুলো ভালো করে বুঝে ওঠার আগেই তাঁকে যেতে হয়েছে বিদেশ সফরে। জাপানের রাজধানী টোকিও অনুষ্ঠিত হতে যাওয়া চার দেশের—যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া—কোয়াডের বৈঠকে যোগ দিতে শপথ গ্রহণের পরপরই তিনি দেশ ত্যাগ করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে দেশ ত্যাগ করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং।
সোমবার সকালের দিকে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী পেনি ওয়াং, উপ-প্রধানমন্ত্রী ও কর্মসংস্থানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রিচার্ড মার্লেস, ট্রেজারার হিসেবে শপথ নিয়েছেন জিম শালমারস এবং অর্থমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিয়েছেন ক্যাটি গ্যালাহার।
এর আগে, গত রোববার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অ্যান্থনি আলবেনিজের নেতৃত্বাধীন লেবার পার্টি। তাঁর দল ১৫১টি আসনের মধ্যে ৭৪টি আসনে জয়লাভ করে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন অন্তত ৭৬টি আসনের। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি লেবার পার্টি এককভাবে সরকার গঠন করেছে নাকি অন্য কোনো দলের সঙ্গে জোট বেঁধেছে।
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্থনি আলবেনিজ। স্থানীয় সময় সোমবার সকালে তিনি দেশটির ৩১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই স্থানীয় সমস্যাগুলো ভালো করে বুঝে ওঠার আগেই তাঁকে যেতে হয়েছে বিদেশ সফরে। জাপানের রাজধানী টোকিও অনুষ্ঠিত হতে যাওয়া চার দেশের—যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া—কোয়াডের বৈঠকে যোগ দিতে শপথ গ্রহণের পরপরই তিনি দেশ ত্যাগ করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে দেশ ত্যাগ করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং।
সোমবার সকালের দিকে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী পেনি ওয়াং, উপ-প্রধানমন্ত্রী ও কর্মসংস্থানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রিচার্ড মার্লেস, ট্রেজারার হিসেবে শপথ নিয়েছেন জিম শালমারস এবং অর্থমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিয়েছেন ক্যাটি গ্যালাহার।
এর আগে, গত রোববার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অ্যান্থনি আলবেনিজের নেতৃত্বাধীন লেবার পার্টি। তাঁর দল ১৫১টি আসনের মধ্যে ৭৪টি আসনে জয়লাভ করে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন অন্তত ৭৬টি আসনের। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি লেবার পার্টি এককভাবে সরকার গঠন করেছে নাকি অন্য কোনো দলের সঙ্গে জোট বেঁধেছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে