Ajker Patrika

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়াকে ‘প্রহসন’ বললেন বিরোধী নেতা

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৮: ৫১
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়াকে ‘প্রহসন’ বললেন বিরোধী নেতা

শ্রীলঙ্কায় একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে প্রেমাদাসা বলেছেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্র।’ 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন একই ব্যক্তির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছেন। 

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এই টুইটে সাজিথ প্রেমাদাসা বলেছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ একই সঙ্গে ‘প্রহসন’ এবং ‘ট্র্যাজেডি’। তিনি আরও বলেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্রের ধরন।’ 

এদিকে, আজ বুধবার সকালে দেশটির সেনাবাহিনীর একটি বিমানে করে শ্রীলঙ্কা ত্যাগ করে মালদ্বীপ চলে যান গোতাবায়া রাজাপক্ষে। তিনিই দেশটির বর্তমান সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। 

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার উপদেষ্টা রাম মানিক্কালিঙ্গাম বিবিসিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ এবং ভয় রয়েছে। তিনি শ্রীলঙ্কার রাজনীতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে খুবই শঙ্কিত। 

রাম মানিক্কালিঙ্গাম বলেছেন, ‘শ্রীলঙ্কা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে একজন অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কেবল তা-ই নয়, তিনি পার্লামেন্টেও তাঁর নিজ পদের জন্য নির্বাচিত হননি। আর এখন তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।’ 

বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...