২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।
২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।
আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁদের আলোচনা যতটা প্রীতিময় ছিল, বাস্তব সমাধানের দিক থেকে ততটাই শূন্য। কূটনৈতিক ভঙ্গিমা, পোশাক-পরিচ্ছদ ও সৌহার্দ্যপূর্ণ আবহে বৈঠক চ
৩০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভিয়েতনামের ওপর পাল্টা শুল্ক আরোপ করায় উইগ ও উইভ তৈরিতে ব্যবহৃত হেয়ার এক্সটেনশন ও আঠার দাম অনেক বেড়ে গেছে। কৃষ্ণাঙ্গ সৌন্দর্য পণ্যের বড় অংশই এই দুই দেশ থেকে আমদানি করা হয়।
১ ঘণ্টা আগেভারত-চীন সম্পর্কের উন্নতির ধারায় নতুন মাত্রা যোগ হলো রেয়ার আর্থ তথা বিরল খনিজ নিয়ে। বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক ব্যাটারি, মহাকাশ থেকে শুরু করে বর্তমান বিশ্বে এ ধরনের খনিজ এখন অপরিহার্য উপাদান হয়ে দাঁড়িয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে, ভারতের বিরল খনিজের প্রয়োজন মেটাতে তারা পদক্ষেপ নেবে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান না এলেও অগ্রগতির একটি ইঙ্গিত পাওয়া গেছে। ইউক্রেন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের অংশগ্রহণে বৈঠকটি ছিল যেন এক ঐক্যের প্র
২ ঘণ্টা আগে