২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।
২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপটোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১ তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণ চেষ্টা চালিয়েছিল।
১৭ মিনিট আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
১ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৩ ঘণ্টা আগে