Ajker Patrika

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ৬৮

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১০: ৫১
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ৬৮

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার সকালে নেপালের পর্যটন শহর পোখারায় ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। 

নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএএন) বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পোখারা বিমানবন্দরে অবতরণের সময় পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। উড্ডয়নের ২০ মিনিটের মধ্যে এটি বিধ্বস্ত হয়। কাঠমান্ডু থেকে পোখারায় উড়োজাহাজের যাত্রাপথ ২৫ মিনিটের। 

ইয়েতি এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, ৭২ আরোহীর মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু ছিলেন। যাদের মধ্যে ৫ ভারতীয়সহ ১৫ জন বিদেশি নাগরিক। ৫৩ জন ছিলেন নেপালের নাগরিক। আরোহীদের মধ্যে ৬ শিশুও ছিল। এদিকে ওই দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা একে ছেত্রি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। 

এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল জরুরি মন্ত্রিসভার বৈঠক করেন। এ সময় তিনি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধারকাজে সহায়তার নির্দেশ দেন। 

নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএএন) বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমাণ্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৩০ বছরে এটিই নেপালে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা। যদিও দেশটিতে উড়োজাহাজ দুর্ঘটনা নতুন নয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৩০০ জনের বেশি প্রাণ হারান। 

সবশেষ গত বছরের মে মাসে পোখারা থেকে পশ্চিমের শহর জমসমে যাওয়ার পথে ২২ জনকে নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। এরপর পাহাড়ের খাঁজে বিধ্বস্ত উড়োজাহাজটির সন্ধান পাওয়া যায়। ওই দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই মারা যান।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত