Ajker Patrika

আফগানিস্তানে মসজিদে হামলার সন্দেহভাজন ‘মূল পরিকল্পনাকারী’ আটক

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে মসজিদে হামলার সন্দেহভাজন ‘মূল পরিকল্পনাকারী’ আটক

আফগানিস্তানের একটি শিয়া মসজিদে হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী একজন আইএসআইএস যোদ্ধাকে আজ শুক্রবার আটক করার দাবি করেছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, ‘আটক আইএসআইএস যোদ্ধার নাম আবদুল হামিদ সাঙ্গারিয়ার। তিনি আইএসআইএসের একজন প্রধান অপারেটর ছিলেন। গতকাল বৃহস্পতিবার একটি শিয়া মসজিদে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি।’ বার্তা সংস্থা এএফপি আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে দুপুরের নামাজের সময় সেহ দোকান মসজিদে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএস। ওই হামলায় অন্তত ১২ জন শিয়া মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৮ জন। 

ওয়াজিরি এএফপিকে বলেছেন, ‘আবদুল হামিদ সাঙ্গারিয়ার অতীতে বেশ কয়েকটি হামলায় মূল ভূমিকা পালন করেছিলেন এবং বারবার পালাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এবার আমরা একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করতে পেরেছি।’ 

আফগানিস্তানে পৃথক চারটি বিস্ফোরণে গতকাল বৃহস্পতিবার অন্তত ৩১ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। প্রথম বিস্ফোরণটি ঘটেছে মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদে। এই হামলায় দূরনিয়ন্ত্রিত ‘বুবি-ট্র্যাপড ব্যাগ’ ব্যবহার করা হয়েছে। আইএস এক বিবৃতিতে জানিয়েছে, যখন হামলা চালানো হয়, তখন মসজিদটি শিয়া মুসল্লি দিয়ে পূর্ণ ছিল। আইএসের একজন সাবেক নেতার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। 

দ্বিতীয় হামলাটি ঘটেছে কুন্দুজের একটি পুলিশ স্টেশনের কাছে। এ হামলায় একটি গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ি বিস্ফোরণে চারজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। 

তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটির পূর্ব নাঙ্গারহার প্রদেশে তালেবানদের একটি গাড়িতে। এতে চার তালেবান সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। এ ছাড়া চতুর্থ বিস্ফোরণ ঘটেছে রাজধানী কাবুলের নিয়াজ বেইক এলাকায়। এ এলাকায় একটি মাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত