Ajker Patrika

মালয়েশিয়ায় মোজায় মুদ্রিত ‘আল্লাহ’, দোকানে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৯: ২০
Thumbnail image

‘আল্লাহ’ মুদ্রিত মোজা বিক্রির জন্য রাখা মালয়েশিয়ার একটি দোকানে মলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরণে দোকানটির প্রবেশপথে আগুন লেগে গিয়েছিল বলে জানায় স্থানীয় পুলিশ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

মালয়েশিয়ায় নামী ব্যবসাপ্রতিষ্ঠান কেকে সুপারমার্টের বিরুদ্ধে আল্লাহর নাম খচিত মোজা বিক্রির অভিযোগে কোম্পানির মালিক চাই কি কান এবং তাঁর স্ত্রী কোম্পানির পরিচালক লোহ সিউ মুইয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনার কয়েক দিন পর ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

মালয়েশিয়ার পূর্বাঞ্চলের কুয়ানতান শহরের পুলিশপ্রধান ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু বলেছেন, কেকে সুপারমার্টের শাখাটিতে স্থানীয় সময় আজ ভোরের কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ ঘটে। তিনি এএফপিকে বলেন, ‘বোমা হামলার বিষয়টি তদন্তাধীন, তবে আমরা অস্বীকার করছি না যে এর সঙ্গে আল্লাহ শব্দ খচিত মোজার সম্পর্ক থাকতে পারে।’

পুলিশপ্রধান আরও বলেন, ককটেল বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মোজার ছবি এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়ায় বিতর্ক চলছে। পবিত্র রমজান মাসে মানুষ কেনাকাটার জন্য গিয়ে মোজায় আল্লাহ লেখা দেখতে পায়। মুসলমানদের জন্য অপমানজনক এই ঘটনা তাঁদের মনে ক্ষোভের সঞ্চার করে। মালয়েশিয়ার রাজা ও রাজনৈতিক নেতারা এর সমালোচনা করেছেন।

মালয়েশিয়ার সংবিধান ধর্মের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। কিন্তু দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। দেশটিতে বসবাসকারী মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি মুসলিম, সংখ্যায় ৩ কোটি ৪০ লাখ।

গত সপ্তাহে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ব্যবসায়ী চাইয়ের নিন্দা করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ প্রাসাদ থেকে বলা হয়েছে, এটি অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এ বিষয়ে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

কেকে সুপারমার্টের সিইও চাই কি কান (৫৭) এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে এ সপ্তাহে মালয়েশিয়ানদের ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, সেই মোজা সরবরাহকারী প্রতিষ্ঠান জিন জিয়ান চ্যাংয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

এএফপি বলেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিনি-মার্কেট চেইন কে কে সুপারমার্ট এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে বলেছে, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং দোকান থেকে মোজাগুলোও সরিয়ে নেওয়া হয়েছে। 

মোজার সরবরাহকারী প্রতিষ্ঠান জিন জিয়ান চ্যাংও এক বিজ্ঞপ্তিতে ক্ষমা প্রার্থনা করে বলেছে, যে মোজা নিয়ে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে, সেগুলো ছিল চীনভিত্তিক একটি সংস্থা থেকে অর্ডার করা ১৮ হাজার ৮০০ জোড়া মোজার একটি বড় চালানের অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত