Ajker Patrika

নারী ‘সম্পত্তি’ নয়, সম্মতি ছাড়া বিয়ে নয়: তালেবান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০: ৩৭
নারী ‘সম্পত্তি’ নয়, সম্মতি ছাড়া বিয়ে নয়: তালেবান

নারী কোনো ‘সম্পত্তি’ নয়। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে নারীর সম্মতি থাকতে হবে। নারী অধিকার সম্পর্কিত এক ডিক্রিতে আজ শুক্রবার এ কথা বলেছে তালেবান সরকার। 

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নারী অধিকার সম্পর্কিত ডিক্রি জারি করে তালেবান। এতে নারীকে সম্পত্তি ভাবা যাবে না বা বিয়েতে তার সম্মতি থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হলেও শিক্ষা ও ঘরের বাইরে কর্মক্ষেত্রে নারীর প্রবেশাধিকার নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। 

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারী অধিকারের প্রশ্নে আন্তর্জাতিক পরিমণ্ডলের চাপের মুখে রয়েছে তালেবান। চাপে রাখার কৌশল হিসেবে বিশ্বের শক্তিশালী বেশ কয়েকটি দেশ এরই মধ্যে আফগানিস্তানের বেশ কিছু তহবিল স্থগিত করেছে। ক্ষমতায় আসার পরপর বিষয়টি অনুমান করে আগে থেকেই তারা নারী অধিকার সমুন্নত রাখা হবে বলে বার্তা দিয়েছিল, কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য আসছিল না। 

শুক্রবার সেই বার্তা ডিক্রির মাধ্যমে এলো। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ডিক্রি প্রকাশের সময় বলেন, ‘নারী কোনো সম্পত্তি নয়; বরং মুক্ত ও অভিজাত মানুষ। শান্তি বা অন্য কোনো কিছুর জন্য তাকে কেউ কারও কাছে হস্তান্তর করতে পারে না।’ 

ডিক্রিতে বিয়ে ও সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে সুস্পষ্টভাবে বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়, জোরপূর্বক কোনো নারীর বিয়ে দেওয়া উচিত নয়। আর প্রয়াত স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার রয়েছে। এই ভাষ্য প্রচারের জন্য তথ্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় এই ডিক্রি বিবেচনায় নিতে বলা হয়েছে। 

 ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের সময় পুরুষ সঙ্গী ছাড়া নারীর ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের প্রবেশাধিকারও রদ করা হয়। এবারের ঘোষণায় অবশ্য এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে অনানুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী, কিছু প্রদেশে হাইস্কুল পর্যায় পর্যন্ত মেয়েদের প্রবেশাধিকার থাকছে। মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেও। কিন্তু এখনো নারী অধিকার কর্মীদের অনেকেই বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত