ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সম্প্রতি ৬ নেপালি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে চলতি সপ্তাহের শুরুর দিকে মস্কোর কাছে ভাড়ায় খাটা নিজেদের সৈন্য ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে কাঠমান্ডু। শুধু তা-ই নয়, তরুণদের লোভ দেখিয়ে ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠানোর অভিযোগে ১২ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ।
কাঠমান্ডু পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচারকারীরা ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠাতে নেপালি তরুণদের কাছ থেকে জনপ্রতি ৯ হাজার ডলার পর্যন্ত নিয়েছে। বাংলাদেশি যা প্রায় ১০ লাখ টাকার সমান।
বর্তমানে রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধক্ষেত্রে কতসংখ্যক নেপালি তরুণ লড়াই করছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। রাশিয়ায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত অনুমান করেছিলেন, বর্তমানে ১৫০ থেকে ২০০ নেপালি তরুণ রুশ সেনাবাহিনীর হয়ে লড়ছে। তবে নেপালের স্থানীয় মানুষেরা দাবি করছেন, প্রতি সপ্তাহেই অসংখ্য তরুণ রাশিয়ার ভিসা পেতে অর্থ প্রদান ও নাম নথিভুক্ত করছেন।
বিবিসি জানিয়েছে, যুদ্ধ করতে এখনো বিপুলসংখ্যক তরুণ রাশিয়ার উদ্দেশে নেপাল ছেড়ে যাচ্ছেন। যাঁরা এরই মধ্যে যুদ্ধ করছেন, তাঁদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে বর্তমানে রাশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ নেপাল। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
দারিদ্র্যের কারণেই অর্থ আয়ের উদ্দেশ্যে নেপালি তরুণেরা বিদেশি সেনাবাহিনীগুলোতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠছেন। এ সুযোগই কাজে লাগাতে চাইছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে সেনাদের সংখ্যা বাড়াতে চাইছে দেশটি। নেপাল ছাড়াও দেশটি জর্জিয়া, সিরিয়া ও লিবিয়া থেকে অসংখ্য সৈন্যকে ভাড়া করছে।
আজ বৃহস্পতিবার নেপালের পুলিশ বাহিনী গণমাধ্যমকে জানিয়েছে, নেপাল থেকে রাশিয়া সরাসরি তরুণদের ভাড়া করে নিয়ে যাচ্ছে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। তারপরও নেপাল কর্তৃপক্ষ রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে, যেন যুদ্ধক্ষেত্রে নেপালি তরুণদের ব্যবহার না করা হয়। নিজেদের অবস্থান জানিয়ে দিতে তারা কাঠমান্ডুতে অবস্থানরত রুশ রাষ্ট্রদূতকেও তলব করেছে।
নেপালের পুলিশ কর্মকর্তা কুমুদ দুঙ্গেল জানিয়েছেন, সন্দেহভাজন কিছু দালাল নেপালি তরুণদের ভ্রমণভিসায় প্রথমে ভারত কিংবা দুবাই পাঠাচ্ছে। পরে সেখান থেকে তরুণদের রাশিয়ায় পাঠানো হচ্ছে। এ বিষয়ে চলমান তদন্তে সহযোগিতা করার জন্য ভারতীয় কর্তৃপক্ষেরও দ্বারস্থ হয়েছে কাঠমান্ডু।
গত সোমবার রাশিয়ার কাছে ইউক্রেনে নিহত নেপালি ভাড়াটে যোদ্ধাদের মরদেহও ফেরত চেয়েছে।
ভাড়ায় খাটা নেপালি সৈন্যরা বাড়িতে কোনো অর্থ পাঠাচ্ছে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে দেশটির প্রত্যন্ত গ্রামগুলোর অসংখ্য পরিবার রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে, দেশটির প্রায় ৩৫ লাখ মানুষ বিদেশে কাজ করছেন। তাঁদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতে অবস্থান করছেন।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সম্প্রতি ৬ নেপালি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে চলতি সপ্তাহের শুরুর দিকে মস্কোর কাছে ভাড়ায় খাটা নিজেদের সৈন্য ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে কাঠমান্ডু। শুধু তা-ই নয়, তরুণদের লোভ দেখিয়ে ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠানোর অভিযোগে ১২ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ।
কাঠমান্ডু পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচারকারীরা ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠাতে নেপালি তরুণদের কাছ থেকে জনপ্রতি ৯ হাজার ডলার পর্যন্ত নিয়েছে। বাংলাদেশি যা প্রায় ১০ লাখ টাকার সমান।
বর্তমানে রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধক্ষেত্রে কতসংখ্যক নেপালি তরুণ লড়াই করছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। রাশিয়ায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত অনুমান করেছিলেন, বর্তমানে ১৫০ থেকে ২০০ নেপালি তরুণ রুশ সেনাবাহিনীর হয়ে লড়ছে। তবে নেপালের স্থানীয় মানুষেরা দাবি করছেন, প্রতি সপ্তাহেই অসংখ্য তরুণ রাশিয়ার ভিসা পেতে অর্থ প্রদান ও নাম নথিভুক্ত করছেন।
বিবিসি জানিয়েছে, যুদ্ধ করতে এখনো বিপুলসংখ্যক তরুণ রাশিয়ার উদ্দেশে নেপাল ছেড়ে যাচ্ছেন। যাঁরা এরই মধ্যে যুদ্ধ করছেন, তাঁদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে বর্তমানে রাশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ নেপাল। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
দারিদ্র্যের কারণেই অর্থ আয়ের উদ্দেশ্যে নেপালি তরুণেরা বিদেশি সেনাবাহিনীগুলোতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠছেন। এ সুযোগই কাজে লাগাতে চাইছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে সেনাদের সংখ্যা বাড়াতে চাইছে দেশটি। নেপাল ছাড়াও দেশটি জর্জিয়া, সিরিয়া ও লিবিয়া থেকে অসংখ্য সৈন্যকে ভাড়া করছে।
আজ বৃহস্পতিবার নেপালের পুলিশ বাহিনী গণমাধ্যমকে জানিয়েছে, নেপাল থেকে রাশিয়া সরাসরি তরুণদের ভাড়া করে নিয়ে যাচ্ছে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। তারপরও নেপাল কর্তৃপক্ষ রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে, যেন যুদ্ধক্ষেত্রে নেপালি তরুণদের ব্যবহার না করা হয়। নিজেদের অবস্থান জানিয়ে দিতে তারা কাঠমান্ডুতে অবস্থানরত রুশ রাষ্ট্রদূতকেও তলব করেছে।
নেপালের পুলিশ কর্মকর্তা কুমুদ দুঙ্গেল জানিয়েছেন, সন্দেহভাজন কিছু দালাল নেপালি তরুণদের ভ্রমণভিসায় প্রথমে ভারত কিংবা দুবাই পাঠাচ্ছে। পরে সেখান থেকে তরুণদের রাশিয়ায় পাঠানো হচ্ছে। এ বিষয়ে চলমান তদন্তে সহযোগিতা করার জন্য ভারতীয় কর্তৃপক্ষেরও দ্বারস্থ হয়েছে কাঠমান্ডু।
গত সোমবার রাশিয়ার কাছে ইউক্রেনে নিহত নেপালি ভাড়াটে যোদ্ধাদের মরদেহও ফেরত চেয়েছে।
ভাড়ায় খাটা নেপালি সৈন্যরা বাড়িতে কোনো অর্থ পাঠাচ্ছে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে দেশটির প্রত্যন্ত গ্রামগুলোর অসংখ্য পরিবার রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে, দেশটির প্রায় ৩৫ লাখ মানুষ বিদেশে কাজ করছেন। তাঁদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতে অবস্থান করছেন।
ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করেছে পাকিস্তান। একের পর এক হামলা-পাল্টা হামলায় সীমান্তে বাড়ছে উত্তেজনা। এ অবস্থায় উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল আগামী বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর (ডিজিসিএ)।
১ ঘণ্টা আগেযুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। গতকাল ৬ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টেরিটোরিয়াল আর্মি বিধিমালা, ১৯৪৮-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী সেনাপ্রধানকে টেরিটোরিয়াল আর্মির প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে প্রয়োজন অনুযায়ী নির্দেশ দেওয়ার ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার...
৩ ঘণ্টা আগেআইএমএফ জানায়, সম্প্রসারিত তহবিল সুবিধা (ইএফএফ) ব্যবস্থার অধীনে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রাথমিক পর্যালোচনা শেষ করে তাদের নির্বাহী বোর্ড ১ বিলিয়ন ডলার তৎক্ষণাৎ পাকিস্তানকে দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থার অধীনে অর্থসংকটে থাকা পাকিস্তানের জন্য মোট অর্থছাড়ের পরিমাণ প্রায়...
৩ ঘণ্টা আগেভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থেকে, ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কূটনীতি এবং তথ্য ব্যবহার করে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়ায়...
৬ ঘণ্টা আগে