Ajker Patrika

শ্রীলঙ্কায় ফেরি ডুবে নিহত ৬, নিখোঁজ ১০

শ্রীলঙ্কায় ফেরি ডুবে নিহত ৬, নিখোঁজ ১০

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ফেরি ডুবে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১০ জন। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, ফেরিটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের অধিকাংশ শিক্ষার্থী ও শিক্ষক। তারা কিনিইয়া শহরে তাদের স্কুলে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ফেরিটি ডুবে যায়। গ্রামবাসী, পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে ২০ জনকে উদ্ধার করেছে। এদের অধিকাংশই শিশু। 

নিহাল থালদুয়া বলেন, এখন পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজন শিশু। আপাতত উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে। কী কারণে ফেরিটি ডুবে গেছে তা এখনো জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত