এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী! আবার তাঁদের নিয়ে থাকেন একই বাড়িতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই একজন যুবককে খুঁজে পাওয়া গেছে থাইল্যান্ডে ৷ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আটটি বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। কয়েক দিন ধরেই স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন তিনি। সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তাঁর দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলেও জানিয়েছেন তিনি। আটজন স্ত্রীই তাঁকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি সোরোটের।
প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাঁদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাঁকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।
সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’
সোরোটের এমন জীবনযাপনে প্রশ্ন উঠতে পারে তাঁর বিপুল বিত্তবৈভব নিয়ে। তবে সোরোট খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী এবং স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনো সমস্যা হয় না ৷
থাইল্যান্ড সম্পর্কিত আরও পড়ুন:
এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী! আবার তাঁদের নিয়ে থাকেন একই বাড়িতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই একজন যুবককে খুঁজে পাওয়া গেছে থাইল্যান্ডে ৷ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আটটি বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। কয়েক দিন ধরেই স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন তিনি। সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তাঁর দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলেও জানিয়েছেন তিনি। আটজন স্ত্রীই তাঁকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি সোরোটের।
প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাঁদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাঁকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।
সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’
সোরোটের এমন জীবনযাপনে প্রশ্ন উঠতে পারে তাঁর বিপুল বিত্তবৈভব নিয়ে। তবে সোরোট খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী এবং স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনো সমস্যা হয় না ৷
থাইল্যান্ড সম্পর্কিত আরও পড়ুন:
৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ এই লটারিতে জিতেছেন। ফুজাইরাহতে গাড়ির ওয়ার্কশপ রয়েছে তাঁর। ১৯৯২ সাল থেকে দুবাইয়ে যান তিনি। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানেন। তখন থেকেই প্রতি মাসে ২০ বন্ধুর এক দলের সঙ্গে বিগ টিকিট কিনে আসছিলেন তিনি।
১ ঘণ্টা আগেহামাস–ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। আলোচনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাবার কোলে হাসছে ছোট্ট মোহাম্মদ। প্রায় ১৬ মাস আগে, ইসরায়েলি বোমা হামলায় নিহত মায়ের নিথর দেহের পাশে বসে কাঁদছিল ১৩ মাস বয়সী এই শিশু। আশ্রয় নেওয়া স্কুলের ধ্বংসস্তূপের মধ্যে সেদিন আরও কত মানুষ যে প্রাণ হারিয়েছিল, আহত হয়েছিল তার ইয়ত্তা নেই। সেই ভয়াবহ দিনের বিশৃঙ্খলার মধ্যে, মানুষ দিগ্বিদিক পালাচ্ছিল,
১ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১২ ঘণ্টা আগে