Ajker Patrika

মার্কিন ঘাঁটিতে চীনা হ্যাকারদের হানা

মার্কিন ঘাঁটিতে চীনা হ্যাকারদের হানা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাইবার হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। পশ্চিমা কয়েকটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ওই হামলাটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইবার হামলা হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা।

বন্দর এবং বিমান ঘাঁটিসহ গুয়ামের ওই সামরিক ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এশিয়ায় কোনো সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি হলে এই ঘাঁটিটিই ব্যবহার করবে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো।

তবে হামলা সংক্রান্ত মাইক্রোসফটের দাবিটিকে অপেশাদারসুলভ এবং বিকৃত তথ্য হিসেবে অভিহিত করেছে বেইজিং।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড এবং কানাডার গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত ফাইভ আইজ অ্যালায়েন্সের সহযোগিতায় ওই হামলায় ব্যবহৃত মেল ওয়্যার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে মাইক্রোসফট।

ফাইভ আইজ অ্যালায়েন্স মূলত কয়েক দশকের পুরোনো গোয়েন্দা তথ্য আদান-প্রদানের একটি চুক্তি। এই অ্যালায়েন্সের অংশীদাররা দাবি করে, তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রদানকারী এবং করপোরেট ব্যবহারকারীদের কীভাবে ম্যালওয়্যার শনাক্ত এবং অপসারণ করতে হয়-সে সম্পর্কে জ্ঞান দেয়।

মাইক্রোসফট বলছে, ভবিষ্যৎ সংকটের সময় যুক্তরাষ্ট্র এবং এশিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় গুপ্তচরবৃত্তি এবং যোগাযোগকে বাধাগ্রস্ত করার জন্য দূষিত ওই মেল ওয়্যারটি ইনস্টল করা হয়েছিল।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া চীনা সাইবার গ্রুপ ‘ভোল্ট টাইফুন’কে এই হামলার জন্য দায়ী করা হয়েছে।

অভিযোগের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘হ্যাকার সাম্রাজ্য’ বলে আখ্যায়িত করেন এবং সাইবার হামলার অভিযোগটিতে যথেষ্ট তথ্য-প্রমাণ অনুপস্থিত বলেও মন্তব্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...