Ajker Patrika

করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা 

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৭: ৫৪
করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা 

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এমন সতর্কবার্তা দেন।

ইউএন নিউজকে গেব্রেয়াসুস বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এখন তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে আছি।’

চার সপ্তাহ ধরে বিশ্বে করোনার সংক্রমণ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। এর মধ্যে বিশ্বের অনেক দেশে এখনো পৌঁছায়নি করোনার টিকা। অনেক দেশের কাছে পর্যাপ্ত পরিমাণে করোনার টিকা নেই।

করোনার ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কা প্রকাশ করে গেব্রেয়াসুস বলেন, ‘ভ্যারিয়েন্টটি ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। আমরা আশা করছি দ্রুতই এটি বিশ্বব্যাপী দাপট দেখানো শুরু করবে।’

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার বিবর্তন অব্যাহত রয়েছে। আর এর কারণে আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট ভবিষ্যতে দেখা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত