আপনি একটি লটারি কিনলেন। তবে এ থেকে খুব বেশি আশা না থাকায় কবে ড্র হবে সে খবরও রাখলেন না; টিকিটের কথাও ভুলে গেলেন। হঠাৎ অন্য কাজ করতে গিয়ে টিকিটটি খুঁজে পেয়ে ফলের সঙ্গে মিলিয়ে দেখলেন ২ কোটি ডলার জিতে গেছেন। কেমন হবে ব্যাপারটা?
সম্প্রতি ঠিক এমনটিই ঘটেছে কানাডার ম্যানিটোবার নাগরিক জেরি নটের সঙ্গে। কয়েক মাস আগে কেনা একটি লটারির টিকিট তাঁর মানিব্যাগের এক কোনায় পড়ে ছিল। উইনিপেগে যাওয়ার সময় জানলেন ২৪ আগস্ট এ লটারি ড্র হয়েছে। তিনি কার্ডের মাঝখান থেকে টিকিটটি বের করে একটি দোকানে স্ক্যান করান। স্ক্যানের পরে ফল দেখে তো তাঁর চোখ চড়কগাছ। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে স্ক্যান করান আরও একবার।
সেদিনের ঘটনা প্রসঙ্গে নট জানান, 'ঘটনাটি আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি ২-এর পরে একটি দুটি এবং একগুচ্ছ শূন্য দেখলাম এবং ভাবলাম, কুল! আমি ২০ মিলিয়ন ডলার জিতেছি! দোকানদার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, ''এটা হারিয়ে যাওয়া টিকিট!'' পরে এটি আবার স্ক্যান করালে তিনি বলেন, এখানে ২০-এর পরে ছয়টি শূন্য—২০ মিলিয়ন ডলার!'
পরে ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন থেকে পুরো টাকা সংগ্রহ করেন নট। হঠাৎ এভাবে মিলিয়নিয়ার হয়ে যাওয়ার ধাক্কা সামলে ভাবলেন, এত অর্থ দিয়ে কী করবেন?
তাঁর অর্থ থেকে কিছু টাকা নিয়ে তাঁর বাবা বিগ স্টোন লেকে কিছু রিজার্ভ জমি কেনেন। নট ও তাঁর ভাই মিলে একটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের স্বপ্নকে প্রসারিত করার জন্য তাঁরা আরও পাঁচটি কটেজ নির্মাণের অপেক্ষায় আছেন। তবে এর মধ্যে হাসপাতালটি তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য উপকারী হবে বলে ধারণা তাঁদের। এর মাধ্যমে লটারি জয়কে সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হবে বলেও তাঁরা মনে করেন।
আপনি একটি লটারি কিনলেন। তবে এ থেকে খুব বেশি আশা না থাকায় কবে ড্র হবে সে খবরও রাখলেন না; টিকিটের কথাও ভুলে গেলেন। হঠাৎ অন্য কাজ করতে গিয়ে টিকিটটি খুঁজে পেয়ে ফলের সঙ্গে মিলিয়ে দেখলেন ২ কোটি ডলার জিতে গেছেন। কেমন হবে ব্যাপারটা?
সম্প্রতি ঠিক এমনটিই ঘটেছে কানাডার ম্যানিটোবার নাগরিক জেরি নটের সঙ্গে। কয়েক মাস আগে কেনা একটি লটারির টিকিট তাঁর মানিব্যাগের এক কোনায় পড়ে ছিল। উইনিপেগে যাওয়ার সময় জানলেন ২৪ আগস্ট এ লটারি ড্র হয়েছে। তিনি কার্ডের মাঝখান থেকে টিকিটটি বের করে একটি দোকানে স্ক্যান করান। স্ক্যানের পরে ফল দেখে তো তাঁর চোখ চড়কগাছ। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে স্ক্যান করান আরও একবার।
সেদিনের ঘটনা প্রসঙ্গে নট জানান, 'ঘটনাটি আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি ২-এর পরে একটি দুটি এবং একগুচ্ছ শূন্য দেখলাম এবং ভাবলাম, কুল! আমি ২০ মিলিয়ন ডলার জিতেছি! দোকানদার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, ''এটা হারিয়ে যাওয়া টিকিট!'' পরে এটি আবার স্ক্যান করালে তিনি বলেন, এখানে ২০-এর পরে ছয়টি শূন্য—২০ মিলিয়ন ডলার!'
পরে ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন থেকে পুরো টাকা সংগ্রহ করেন নট। হঠাৎ এভাবে মিলিয়নিয়ার হয়ে যাওয়ার ধাক্কা সামলে ভাবলেন, এত অর্থ দিয়ে কী করবেন?
তাঁর অর্থ থেকে কিছু টাকা নিয়ে তাঁর বাবা বিগ স্টোন লেকে কিছু রিজার্ভ জমি কেনেন। নট ও তাঁর ভাই মিলে একটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের স্বপ্নকে প্রসারিত করার জন্য তাঁরা আরও পাঁচটি কটেজ নির্মাণের অপেক্ষায় আছেন। তবে এর মধ্যে হাসপাতালটি তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য উপকারী হবে বলে ধারণা তাঁদের। এর মাধ্যমে লটারি জয়কে সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হবে বলেও তাঁরা মনে করেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপটোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১ তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণ চেষ্টা চালিয়েছিল।
২৬ মিনিট আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
১ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৩ ঘণ্টা আগে