Ajker Patrika

ব্রাজিলে পুলিশের অভিযান, নিহত ১৮

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৪: ০৩
ব্রাজিলে পুলিশের অভিযান, নিহত ১৮

ব্রাজিলের রিওডি জেনিরোর ফাভেলায় অপরাধী চক্রকে ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের প্রায় ৪০০ সদস্য এ অভিযান পরিচালনা করেন। এতে ১৮ জন নিহত হন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র জানান, অভিযানে অপরাধী চক্রের ১৬ সদস্য, এক নারী পথচারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

তবে এমন অভিযানের পক্ষে নন অনেকেই। কেননা, এতে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়। নাম না প্রকাশ করার শর্তে এক নারী এএফপিকে বলেন, অভিযান বললেও এটিকে রীতিমতো হত্যাকাণ্ড বলা চলে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিযান চলাকালে বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। তাঁদের অভিযোগ, বাসিন্দাদের সহায়তায় এগিয়ে আসেনি পুলিশ। 

উল্লেখ্য, রিও ডি জেনিরোর ফাভেলায় মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত