Ajker Patrika

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-সি

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১২: ৪৪
প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-সি

তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং মুখোমুখি বৈঠকে সম্মত হয়েছেন। দীর্ঘ ফোনালাপের পর এ দুই বিশ্বনেতা একসঙ্গে বসতে সম্মত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার ২ ঘণ্টা ১৭ মিনিট ফোনালাপ করেছেন জো বাইডেন ও সি চিনপিং। দেড় বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল সির সঙ্গে বাইডেনের পঞ্চম ফোনালাপ। সে সময় সি চিনপিং বলেছেন, তাইওয়ান ইস্যুতে মার্কিন অবস্থান ‘আগুন নিয়ে খেলার’ সমতুল্য এবং ‘আগুন নিয়ে খেললে পুড়তে হবে’। 

সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের চিরবৈরী রাষ্ট্র তাইওয়ান সফরের পরিকল্পনা করেছেন। তাঁর এই পরিকল্পনার জবাবেই চীনা প্রেসিডেন্টে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। 

তবে এই উত্তেজনাপূর্ণ ফোনালাপের মধ্যেও দুই নেতা ব্যক্তিগত বৈঠকে বসতে সম্মত হয়েছেন। বৈঠকটি কখন ও কোথায় অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। 

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন ও সি মুখোমুখি বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন এবং এ বিষয়ে উভয় পক্ষের সুবিধাজনক সময় খুঁজে বের করতে নিজ নিজ টিমকে নির্দেশ দিতে একমত হয়েছেন।’ 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করেছেন সি চিনপিং। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাইওয়ানকে চীন তার নিজের ভূখণ্ড বলে মনে করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত