সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এক চীনা তরুণ টিকটক লাইভে এসে পরপর কয়েক বোতল মদ পান করে মারা গেছেন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমের বরাতে সোমবার এ খবর জানিয়েছে সিএনএন।
কয়েক বোতল মদ পান করে মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়ন্ত্রণ আরোপের যৌক্তিকতা নিয়ে বিতর্কের প্রসঙ্গ টানে ওই চীনা গণমাধ্যমটি।
চীনা গণমাধ্যম শ্যাঙ্গিউ জানায়, মারা যাওয়া চীনা ওই তরুণটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাকিয়াঙ্গি’ নামে পরিচিত ছিলেন। তাঁর মতোই জনপ্রিয় আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে মদ্যপান করেছিলেন তিনি। কিন্তু লাইভ করার কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সাকিয়াঙ্গি মূলত বাইজিউ নামে একটি চীনা স্পিরিট পান করেছিলেন। এই তরলটির মধ্যে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে।
সাকিয়াঙ্গির বন্ধু ঝাও জানান, সাকিয়াঙ্গির আসল নাম ওয়াং। পিকে নামে একটি অনলাইন চ্যালেঞ্জে আরেকজনের সঙ্গে মদ্যপানের প্রতিযোগিতা করছিলেন তিনি। আর মদ্যপানের এই বিষয়টি সরাসরি প্রচার করছিলেন তার চ্যানেলে।
পিকে নামের ওই চ্যালেঞ্জ অনুষ্ঠানে বিজয়ীরা দর্শকদের কাছ থেকে নানা উপহার সামগ্রী পেয়ে থাকেন।
ঝাও বলেন, ‘জানি না আমি ভিডিওটি দেখতে শুরু করার আগে সে কয় বোতল মদ পান করেছিল। কিন্তু আমি যতটুকু ভিডিও দেখেছি, তাতে সে তিনটি বোতল শেষ করে চতুর্থ বোতলটি হাতে নিয়েছিল।’
সাকিয়াঙ্গিকে একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করেন ঝাও। সে প্রায়ই মদ্যপান বিষয়ক কনটেন্ট তৈরি করে সেগুলো অনলাইনে আপলোড করত।
সাকিয়াঙ্গির জীবনের শেষ ভিডিওটি এখন চীনে ভাইরাল হয়ে গিয়েছিল। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে বর্তমানে এটি আর দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনাদের লাইভস্ট্রিমিং বিষয়ক কনটেন্ট এখন কয়েক বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এক চীনা তরুণ টিকটক লাইভে এসে পরপর কয়েক বোতল মদ পান করে মারা গেছেন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমের বরাতে সোমবার এ খবর জানিয়েছে সিএনএন।
কয়েক বোতল মদ পান করে মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়ন্ত্রণ আরোপের যৌক্তিকতা নিয়ে বিতর্কের প্রসঙ্গ টানে ওই চীনা গণমাধ্যমটি।
চীনা গণমাধ্যম শ্যাঙ্গিউ জানায়, মারা যাওয়া চীনা ওই তরুণটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাকিয়াঙ্গি’ নামে পরিচিত ছিলেন। তাঁর মতোই জনপ্রিয় আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে মদ্যপান করেছিলেন তিনি। কিন্তু লাইভ করার কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সাকিয়াঙ্গি মূলত বাইজিউ নামে একটি চীনা স্পিরিট পান করেছিলেন। এই তরলটির মধ্যে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে।
সাকিয়াঙ্গির বন্ধু ঝাও জানান, সাকিয়াঙ্গির আসল নাম ওয়াং। পিকে নামে একটি অনলাইন চ্যালেঞ্জে আরেকজনের সঙ্গে মদ্যপানের প্রতিযোগিতা করছিলেন তিনি। আর মদ্যপানের এই বিষয়টি সরাসরি প্রচার করছিলেন তার চ্যানেলে।
পিকে নামের ওই চ্যালেঞ্জ অনুষ্ঠানে বিজয়ীরা দর্শকদের কাছ থেকে নানা উপহার সামগ্রী পেয়ে থাকেন।
ঝাও বলেন, ‘জানি না আমি ভিডিওটি দেখতে শুরু করার আগে সে কয় বোতল মদ পান করেছিল। কিন্তু আমি যতটুকু ভিডিও দেখেছি, তাতে সে তিনটি বোতল শেষ করে চতুর্থ বোতলটি হাতে নিয়েছিল।’
সাকিয়াঙ্গিকে একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করেন ঝাও। সে প্রায়ই মদ্যপান বিষয়ক কনটেন্ট তৈরি করে সেগুলো অনলাইনে আপলোড করত।
সাকিয়াঙ্গির জীবনের শেষ ভিডিওটি এখন চীনে ভাইরাল হয়ে গিয়েছিল। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে বর্তমানে এটি আর দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনাদের লাইভস্ট্রিমিং বিষয়ক কনটেন্ট এখন কয়েক বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে।
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২৯ মিনিট আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
১ ঘণ্টা আগেপ্লাস্টিক দূষণ বন্ধে প্রস্তাবিত একটি আন্তর্জাতিক চুক্তির খসড়া গত বুধবার প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের প্রায় ১০০টি দেশ। চুক্তিটিকে ‘দুর্বল’ ও ‘অপর্যাপ্ত’ মনে করায় এই পদক্ষেপ নিয়েছে তারা। জুরিস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের আন্তসরকারি আলোচনাকারী কমিটির (আইএনসি) চেয়ারম্যান লুইস ভায়াস...
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে ‘এ’ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ‘এ’ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যবসায় শিক্ষা।
৩ ঘণ্টা আগে