তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই কানাডার 

অনলাইন ডেস্ক
Thumbnail image

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে ট্রুডো এমনটি বলেন। 

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, তারা (তালেবান) একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জোর করে দখল করে নিয়েছে। কানাডার আইন অনুযায়ী, এই গোষ্ঠীটি একটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত। 

কানাডার প্রধানমন্ত্রী আরও জানান, আটকে পড়া জনগণকে বের করার দিকেই মনযোগ দিচ্ছে তাঁর সরকার। 

এর আগে ১৯৯৬ সালে যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল তখনো কানাডা তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত