Ajker Patrika

সস্ত্রীক ভ্যাকসিন নিলেন জাস্টিন ট্রুডো

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১২: ২৫
সস্ত্রীক ভ্যাকসিন নিলেন জাস্টিন ট্রুডো

ঢাকা: সস্ত্রীক করোনাভাইরাসের প্রথম ডোজ ভ্যাকসিন নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শুক্রবার অটোয়ার একটি ফার্মেসিতে গিয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন নেন ট্রুডো ও তাঁর স্ত্রী  সোফি গ্রেগোয়ার।

ভ্যাকসিন দেওয়ার সময় সাংবাদিকদের ট্রুডো বলেন, আমি খুব আগ্রহ নিয়ে এসেছি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  ট্রুডোকে ভ্যাকসিন দেওয়ার পরেই তাঁর স্ত্রী  সোফি গ্রেগোয়ারকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন ট্রুডোর স্ত্রী সোফি।

কানাডায় তিন ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এগুলো হলো-মর্ডানা, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এছাড়াও কানাডার নিজস্ব ভ্যাকসিন ‘কোভিজেনিক্স ভ্যাক্স ০০১’ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, কানাডায় এ পর্যন্ত ১১ লাখ ৬৪ হাজার ৫৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৩ হাজার ৮৮৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত