চেচনিয়ার কুখ্যাত নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত অ্যাডাম ডেলিমখানভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও তার সহকর্মীরা এমন খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করছেন-ডেলিমখানভ বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে চেচনিয়ার আধাসামরিক বাহিনী। ২০২২ সালে ইউক্রেনের মউরিপোল বন্দর দখল করার লাড়াইয়ে চেচেন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ডেলিমখানভ।
চলতি সপ্তাহের শুরুর দিকে ডেলিমখানভ বলেছিলেন-তিনি রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলের প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং এলাকাটিকে আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেন থেকে ওই অঞ্চলটিতে হামলার ঘটনা ঘটছিল।
কিন্তু বুধবার তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন।
এ অবস্থায় রাশিয়ার সরকারি সামরিক টিভি চ্যানেল জাভেজদা রুশ সংসদের নিম্নকক্ষের বরাত দিয়ে জানায়-ডেলিমখানভ জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন।
অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ঘোষণা দেন-তাঁর প্রিয় ভাইকে যিনি খুঁজে দেবেন তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এমনকি ইউক্রেনের গোয়েন্দাদের কাছেও সাহায্য কামনা করেন তিনি।
তবে এসব ঘটনার ধারাবাহিকতায় রুশ কর্মকর্তারা ডেলিমখানভের আহত হওয়ার খবরটি গুজব বলে দাবি করতে থাকেন। চেচনিয়ার আরেক এমপি দিমিত্রি কুজনেটসভ দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনের উদ্ধৃতি দিয়ে জানান যে-তিনি এইমাত্র ডেলিমখানভের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।
এদিকে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়া আরেকজন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভের ভাগ্য নিয়ে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি।
চেচনিয়ার কুখ্যাত নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত অ্যাডাম ডেলিমখানভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও তার সহকর্মীরা এমন খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করছেন-ডেলিমখানভ বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে চেচনিয়ার আধাসামরিক বাহিনী। ২০২২ সালে ইউক্রেনের মউরিপোল বন্দর দখল করার লাড়াইয়ে চেচেন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ডেলিমখানভ।
চলতি সপ্তাহের শুরুর দিকে ডেলিমখানভ বলেছিলেন-তিনি রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলের প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং এলাকাটিকে আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেন থেকে ওই অঞ্চলটিতে হামলার ঘটনা ঘটছিল।
কিন্তু বুধবার তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন।
এ অবস্থায় রাশিয়ার সরকারি সামরিক টিভি চ্যানেল জাভেজদা রুশ সংসদের নিম্নকক্ষের বরাত দিয়ে জানায়-ডেলিমখানভ জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন।
অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ঘোষণা দেন-তাঁর প্রিয় ভাইকে যিনি খুঁজে দেবেন তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এমনকি ইউক্রেনের গোয়েন্দাদের কাছেও সাহায্য কামনা করেন তিনি।
তবে এসব ঘটনার ধারাবাহিকতায় রুশ কর্মকর্তারা ডেলিমখানভের আহত হওয়ার খবরটি গুজব বলে দাবি করতে থাকেন। চেচনিয়ার আরেক এমপি দিমিত্রি কুজনেটসভ দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনের উদ্ধৃতি দিয়ে জানান যে-তিনি এইমাত্র ডেলিমখানভের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।
এদিকে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়া আরেকজন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভের ভাগ্য নিয়ে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
৫ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
৮ ঘণ্টা আগে