চেচনিয়ার কুখ্যাত নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত অ্যাডাম ডেলিমখানভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও তার সহকর্মীরা এমন খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করছেন-ডেলিমখানভ বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে চেচনিয়ার আধাসামরিক বাহিনী। ২০২২ সালে ইউক্রেনের মউরিপোল বন্দর দখল করার লাড়াইয়ে চেচেন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ডেলিমখানভ।
চলতি সপ্তাহের শুরুর দিকে ডেলিমখানভ বলেছিলেন-তিনি রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলের প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং এলাকাটিকে আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেন থেকে ওই অঞ্চলটিতে হামলার ঘটনা ঘটছিল।
কিন্তু বুধবার তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন।
এ অবস্থায় রাশিয়ার সরকারি সামরিক টিভি চ্যানেল জাভেজদা রুশ সংসদের নিম্নকক্ষের বরাত দিয়ে জানায়-ডেলিমখানভ জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন।
অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ঘোষণা দেন-তাঁর প্রিয় ভাইকে যিনি খুঁজে দেবেন তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এমনকি ইউক্রেনের গোয়েন্দাদের কাছেও সাহায্য কামনা করেন তিনি।
তবে এসব ঘটনার ধারাবাহিকতায় রুশ কর্মকর্তারা ডেলিমখানভের আহত হওয়ার খবরটি গুজব বলে দাবি করতে থাকেন। চেচনিয়ার আরেক এমপি দিমিত্রি কুজনেটসভ দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনের উদ্ধৃতি দিয়ে জানান যে-তিনি এইমাত্র ডেলিমখানভের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।
এদিকে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়া আরেকজন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভের ভাগ্য নিয়ে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি।
চেচনিয়ার কুখ্যাত নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত অ্যাডাম ডেলিমখানভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও তার সহকর্মীরা এমন খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করছেন-ডেলিমখানভ বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে চেচনিয়ার আধাসামরিক বাহিনী। ২০২২ সালে ইউক্রেনের মউরিপোল বন্দর দখল করার লাড়াইয়ে চেচেন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ডেলিমখানভ।
চলতি সপ্তাহের শুরুর দিকে ডেলিমখানভ বলেছিলেন-তিনি রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলের প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং এলাকাটিকে আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেন থেকে ওই অঞ্চলটিতে হামলার ঘটনা ঘটছিল।
কিন্তু বুধবার তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন।
এ অবস্থায় রাশিয়ার সরকারি সামরিক টিভি চ্যানেল জাভেজদা রুশ সংসদের নিম্নকক্ষের বরাত দিয়ে জানায়-ডেলিমখানভ জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন।
অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ঘোষণা দেন-তাঁর প্রিয় ভাইকে যিনি খুঁজে দেবেন তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এমনকি ইউক্রেনের গোয়েন্দাদের কাছেও সাহায্য কামনা করেন তিনি।
তবে এসব ঘটনার ধারাবাহিকতায় রুশ কর্মকর্তারা ডেলিমখানভের আহত হওয়ার খবরটি গুজব বলে দাবি করতে থাকেন। চেচনিয়ার আরেক এমপি দিমিত্রি কুজনেটসভ দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনের উদ্ধৃতি দিয়ে জানান যে-তিনি এইমাত্র ডেলিমখানভের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।
এদিকে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়া আরেকজন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভের ভাগ্য নিয়ে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৪ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৫ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৫ ঘণ্টা আগে