Ajker Patrika

এখন করোনা টিকার বুস্টার ডোজের দরকার নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২: ৪৮
এখন করোনা টিকার বুস্টার ডোজের দরকার নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে টিকার বুস্টার ডোজ দেওয়ার দরকার নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বুধবার জেনেভায় একটি সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এমনটি বলেন। 

সম্প্রতি মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডেলটার সংক্রমণে লাগাম টানতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বুস্টার ডোজ দেওয়া হবে। মার্কিন সরকারের ওই ঘোষণার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হলো। 

সংবাদ সম্মেলনে সৌম্য স্বামীনাথন বলেন, তথ্যসূত্রের ভিত্তিতে আমরা বিশ্বাস করি বুস্টারের দরকার নেই। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও জানান তিনি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড বলেন, বিশ্বে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। বুস্টার দেওয়ার আগে বিশ্বের যে সব মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাঁদের টিকা পাওয়া উচিত।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার বৈষম্য কমাতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ প্রয়োগ না করার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।   

তখন সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, যারা ইতিমধ্যেই বিশ্বব্যাপী ভ্যাকসিনের বেশির ভাগ সরবরাহ ব্যবহার করেছে তারা আবারও বুস্টার নেবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি না। যেখানে সবচেয়ে দুর্বল মানুষগুলি এখনো অরক্ষিত রয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত